শুদ্ধ বানান -
A
ভ্রাতুষ্পুত্র
B
ভ্রাতূস্পুত্র
C
ভ্রাতূষ্পুত্র
D
ভ্রাতুস্পুত্র
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো ভ্রাতুষ্পুত্র।
-
এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দটি সংস্কৃত মূলের।
-
অর্থ: ভাইয়ের ছেলে।

0
Updated: 15 hours ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
শিরোচ্ছেদ
B
শিরশ্চেদ
C
শিরশ্ছেদ
D
শীরোচ্ছেদ
সঠিক বানান- শিরশ্ছেদ। প্রদত্ত শব্দটি একটি পদ। শিরশ্ছেদ শব্দের অর্থ - কর্তন করা, কেটে ফেলা, কতল করা, গর্দান নেওয়া, মাথা নেওয়া ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 1 month ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
আকাংখা
B
আকাঙ্ক্ষা
C
আকাঙ্খা
D
আকাংক্ষা
• শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা।
• আকাঙ্ক্ষা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = আ+√কাঙ্ক্ষ্+অ+আ।
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago