বাগ্ধারা নির্ণয় করুন: 'উনপাঁজুরে'
A
একমাত্র সম্বল
B
কিছু না জানা
C
ন্যাকামি
D
দুর্বল
উত্তরের বিবরণ
নিচে প্রদত্ত বাগধারাগুলোর অর্থ整理 করা হলো।
-
উনপাঁজুরে – দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
আদিখ্যেতা – ন্যাকামি
-
অন্ধকারে থাকা – কিছু না জানা
-
অন্ধের যষ্টি – একমাত্র সম্বল

0
Updated: 15 hours ago
'ঢিলেমি' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
Created: 1 week ago
A
ধামাধরা
B
গয়ংগচ্ছ
C
তালকানা
D
ডাকাবুকো
বাগ্ধারা ও অর্থ:
-
গয়ংগচ্ছ: ঢিলেমি
-
ডাকাবুকো: নির্ভীক
-
তালকানা: কাণ্ডজ্ঞানহীন
-
ধামাধরা: তোষামোদে
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
Created: 2 months ago
A
তীরে পৌছার ঝক্কি
B
সঞ্চয়ের প্রবৃত্তি
C
মুমূর্ষু অবস্থা
D
আসন্ন বিপদ
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ- সঞ্চয়ের প্রবৃত্তি।
- বাক্য গঠন: এমনই তাঁর নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষু স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
- 'যখন তখন অবস্থা' বাগ্ধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগ্ধারাটির অর্থ - আসন্ন বিপদ।
- 'ঊনকোটি চৌষট্টি' বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
- ‘আষাঢ়ে গল্প’ বাগ্ধারাটির অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগ্ধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্ধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
‘ফপর দালালি’– এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 2 weeks ago
A
ঠোঁট কাটা
B
গায়ে পড়ে মাতব্বরী
C
কাণ্ডজ্ঞানহীন
D
ধনের অহংকার
ফপর দালালি - গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি।
উদাহরণ : সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

0
Updated: 2 weeks ago