বাগ্ধারা নির্ণয় করুন: 'ছুঁচোর কেত্তন'
A
অবিরাম কলহ
B
নষ্ট করা
C
এলোমেলো
D
লম্বা জায়গা
উত্তরের বিবরণ
নিচে প্রদত্ত বাগধারাগুলোর অর্থ整理 করা হলো।
-
ছুঁচোর কেত্তন – অবিরাম কলহ
-
ছাগল টাঙানো – লম্বা জায়গা নেওয়া
-
জবরজং – এলোমেলো
-
ছিনিমিনি খেলা – নষ্ট করা
0
Updated: 1 month ago
'হাড়হদ্দ' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 months ago
A
ভরপুর
B
সবকিছু
C
সর্বস্বান্ত হওয়া
D
গভীরভাবে
হাড়হদ্দ অর্থ: সবকিছু।
বাক্য: তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।-
হাড়ে হাড়ে অর্থ: গভীরভাবে।
-
পথে বসা অর্থ: সর্বস্বান্ত হওয়া।
-
টইটম্বুর অর্থ: ভরপুর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
ডাকা বুকো
B
তুলসি বনের বাঘ
C
কাঠের পুতুল
D
ঢাকের বায়া
কাঠের পুতুল - নির্জীব, তুলসী বনের বাঘ - ভন্ড, ঢাকের বায়া - যার কোন মূল্য নেই।
0
Updated: 1 month ago
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
গোপন গুণ
B
গোপন দোষ
C
প্রতিশোধের আগুন
D
ক্রোধ দেখানো
বাগধারা এবং অর্থ:
-
ছাই চাপা আগুন → অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ
-
বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ বাগধারা:
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ডাকাবুকো → নির্ভীক
-
পায়া ভারি → অহঙ্কার
-
কানকাটা → বেহায়া
-
বকধার্মিক → ভণ্ড
-
ঝিঙেফুল → আয়ু ফুরিয়ে আসা
0
Updated: 1 month ago