সমার্থক শব্দ নির্ণয় করুন: 'হাতি'
A
বারণ
B
অশ্ম
C
উপল
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
হাতি, পাথর ও ঘোড়া শব্দগুলোর সমার্থক শব্দগুলো নিম্নরূপ整理 করা হলো।
-
হাতি
-
সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল
-
-
পাথর
-
সমার্থক শব্দ: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর
-
-
ঘোড়া
-
সমার্থক শব্দ: অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ
-
0
Updated: 1 month ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুঞ্জর
B
মৃগেন্দ্র
C
লোচন
D
ভুজঙ্গ
‘সিংহ’ এর প্রতিশব্দ হলো মৃগেন্দ্র।
‘সিংহ’ এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।
অন্যদিকে:
-
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ
-
ভুজঙ্গ = ‘সাপ’ এর প্রতিশব্দ
-
লোচন = ‘চোখ’ এর প্রতিশব্দ
0
Updated: 1 month ago
‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অচল
B
অদ্রি
C
কনক
D
অবনী
পৃথিবী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল, অখিল।
0
Updated: 2 months ago
১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago