উপরের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
A
৯টি
B
১২টি
C
১১টি
D
১০টি
উত্তরের বিবরণ
চিত্রে ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৬ টি।
চিত্রে ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (12, 34, 56) আছে ৩ টি।
চিত্রে ৪টি করে ঘর নিয়ে ত্রিভুজ (1234, 3456) আছে ২টি।
∴ মোট ত্রিভুজ আছে = (৬ + ৩ + ২) = ১১ টি

0
Updated: 15 hours ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 1 week ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন

0
Updated: 1 week ago
একটি এনালগ ঘড়িতে ৪ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
Created: 1 week ago
A
উত্তর-পূর্ব
B
উত্তর
C
উত্তর-পশ্চিম
D
পশ্চিম
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৪ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
সমাধান:
৪ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে।
৪ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটার অবস্থান হবে উত্তর দিক মুখী।

0
Updated: 1 week ago
Which number is missing-
Created: 15 hours ago
A
429
B
389
C
486
D
469
(4 × 2) - 1 = 7
(7 × 2) + 1 = 15
(15 × 2) - 1 = 29
(29 × 2) + 1 = 59
(59 × 2) - 1 = 117
(117 × 2) + 1 = 235
(235 × 2) - 1 = 469

0
Updated: 15 hours ago