নিচের নাম্বার সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৪, ৪৪
A
২০
B
২৭
C
৩৪
D
৪৪
উত্তরের বিবরণ
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪
সে অনুসারে সংখ্যাটি ২৭ + ৮ = ৩৫ হওয়া উচিত ছিলো।
∴ ৩৪ সংখ্যাটি ভুল।
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
শুস্রুশা
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান হলো শুশ্রূষা।
-
অর্থ: পরিচর্যা, সেবা
উৎস:
0
Updated: 1 month ago
উপর্যুক্ত চিত্রটিকে ভাজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?
Created: 2 months ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রটিকে ভাজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?

সমাধান:
সঠিক চিত্রটি হলো- ঘ) 4 
প্রদত্ত চিত্রটিকে ডান দিকে ভাজ করলে (4) নং চিত্রটি পাওয়া যাবে।
0
Updated: 2 months ago
"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
Created: 1 month ago
A
পুস্কর
B
রাজীব
C
অরবিন্দ
D
অদ্রি
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "অদ্রি" হলো "পদ্ম" শব্দের সমার্থক নয়।
-
পদ্ম এর সমার্থক: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি
-
অদ্রি: পর্বত শব্দের সমার্থক
উৎস:
0
Updated: 1 month ago