A
ভূকেন্দ্রে
B
ভূপৃষ্ঠে
C
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
D
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
উত্তরের বিবরণ
কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে।
আমরা জানি,
W=mg
এখানে,
g = অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8 ।
- অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় এর মান তত কমতে থাকে।
- এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম।
- মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
- পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 3 weeks ago