(1/x) + (1/y) = 1/z এবং xy = z হলে, x এবং y এর গড় কত?
A
2
B
1
C
1/2
D
3
উত্তরের বিবরণ
দেওয়া আছে,
1/x + 1/y = 1/z
বা, (y + x)/xy = 1/z
বা, (x + y)/z = 1/z
বা, x + y = 1
∴ (x + y)/2 = 1/2
0
Updated: 1 month ago
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক কোনটি হবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
কোনো চাকাই ঘুরবে না
D
একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার বিপরীতে
প্রশ্ন: A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক কোনটি হবে?
সমাধান:
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
প্রদত্ত চিত্রে দেখা যাচ্ছে,
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
এবং
A চাকার সাথে B চাকাটি ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে B চাকাটি ঘুরবে এর উল্টোদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।
C চাকাটি B চাকাটির সাথে বেল্টের মাধ্যমে সোজাভাবে যুক্ত থাকায় C চাকাটির ঘূর্ণনের দিক হবে B চাকাটির ঘূর্ণনের দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
18
B
19
C
20
D
21
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 19
প্রথম চিত্রে,
(9 + 5) - 6 = 14 - 6 = 8
দ্বিতীয় চিত্রে,
(13 + 8) - 5 = 21 - 5 = 16
তৃতীয় চিত্রে,
(10 + 16) - 7 = 26 - 7 = 19
0
Updated: 1 month ago
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
Created: 1 month ago
A
সন্ধ্যা ৬ টা
B
সকাল ৫ টা
C
বিকাল ৫ টা
D
সকাল ১১ টা
প্রশ্ন:
-
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২:০০। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
সমাধান:
-
সময়ের পার্থক্য: প্রতি ১° দ্রাঘিমাংশে ৪ মিনিটের পার্থক্য।
-
৪৫° পূর্ব দ্রাঘিমাংশে পার্থক্য:
-
পূর্বদিকে সময় বৃদ্ধি পায়, তাই:
উত্তর:
0
Updated: 1 month ago