আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে গত পরশুর আগের দিন কী বার ছিল?
A
রবিবার
B
শনিবার
C
সোমবার
D
শুক্রবার
উত্তরের বিবরণ
আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে:
আগামী পরশুর পরের দিন = শুক্রবার;
আগামী পরশু = বৃহস্পতিবার;
আগামীকাল = বুধবার;
আজ = মঙ্গলবার;
গতকাল = সোমবার;
গত পরশু = রবিবার;
গত পরশুর আগের দিন = শনিবার
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
27
B
35
C
54
D
64
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 35
প্রথম চিত্রে,
(3 × 8 × 4)/2
= 96/2 = 48
দ্বিতীয় চিত্রে,
(5 × 7 × 2)/2
= 70/2 = 35
0
Updated: 1 month ago
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
Created: 1 month ago
A
৭ সেকেন্ড
B
৩ সেকেন্ড
C
৪ সেকেন্ড
D
৫ সেকেন্ড
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড
রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
35
B
48
C
65
D
80
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 65
প্রথম চিত্রে,
(15 - 5) × (2 + 5)
= 10 × 7 = 70
দ্বিতীয় চিত্রে,
(9 - 4) × (7 + 6)
= 5 × 13 = 65
0
Updated: 1 month ago