The committee’s decision was not surprising; it had long been known for its ___ stance on environmental regulations.
A
conciliatory
B
uncompromising
C
vacillating
D
capricious
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) uncompromising। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
uncompromising
-
Bangla Meaning: আপসহীন; অনমনীয়; অনড়; অটল
-
English Meaning: not making or accepting a compromise; making no concessions; inflexible, unyielding
-
Reasoning: The committee is known for a firm, unyielding stance
-
-
Other Options:
-
conciliatory
-
Bangla Meaning: মিতাভাষী, শান্তিপ্রিয়
-
English Meaning: Intended to placate or pacify
-
-
vacillating
-
Bangla Meaning: দ্বিধান্বিত, অনিশ্চিত
-
English Meaning: Indecisive; wavering between different opinions or actions
-
-
capricious
-
Bangla Meaning: অস্থির, অপ্রত্যাশিত
-
English Meaning: Given to sudden and unaccountable changes of mood or behavior
-
-
-
Correct Sentence: The committee’s decision was not surprising; it had long been known for its uncompromising stance on environmental regulations.
-
Translation: কমিটির সিদ্ধান্তটি অবাক করার মতো ছিল না; পরিবেশগত নীতির ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরেই আপোষহীন অবস্থানের জন্য পরিচিত।
0
Updated: 1 month ago
There are ______ apples left in the basket.
Created: 1 month ago
A
few
B
a few
C
little
D
a little
Little, A little, Few, A few হলো Quantifier Determiners, যেগুলো পরিমাণ বা সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হয়। Little এবং A little ব্যবহৃত হয় Uncountable Noun-এর আগে, আর Few এবং A few ব্যবহৃত হয় Countable Noun-এর আগে। Little ও Few হলো Negative Quantifiers, অর্থাৎ এগুলোর মাধ্যমে বোঝানো হয় খুবই অল্প বা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে, A little ও A few ইতিবাচক ধারণা বহন করে, যার মানে কিছুটা বা অল্প পরিমাণে আছে।
-
A few ব্যবহৃত হয় Countable Noun-এর আগে, অর্থাৎ “অল্প কয়েকটি” বোঝাতে।
-
A little ব্যবহৃত হয় Uncountable Noun-এর আগে, অর্থাৎ “অল্প একটু” বা “সামান্য” বোঝাতে।
-
Few এবং Little—দুটিই কোনো কিছুর অভাব বা অপর্যাপ্ততা প্রকাশ করে।
-
A few এবং A little—দুটিই কোনো কিছুর সামান্য উপস্থিতি বা পরিমাণ বোঝায়, যা Some-এর সমার্থক।
উদাহরণ বিশ্লেষণ: প্রদত্ত বাক্যে Apples একটি Countable Noun। তাই এখানে Few বা A few এর ব্যবহার উপযুক্ত। “Left in the basket” অর্থ হলো “ঝুড়িতে অবশিষ্ট আছে” বা “ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে”। যেহেতু বাক্যটি ইতিবাচক ধারণা প্রকাশ করছে (কিছুটা আপেল অবশিষ্ট আছে), তাই এখানে A few ব্যবহৃত হবে, Few নয়।
-
সঠিক বাক্য: There are a few apples left in the basket.
-
অর্থ: ঝুড়িতে অল্প কয়েকটি আপেল অবশিষ্ট আছে।
0
Updated: 1 month ago
Far from being ___, the young lawyer was confident and articulate, dismantling the opponent’s arguments with precision.
Created: 1 month ago
A
timid
B
assertive
C
persuasive
D
eloquent
সঠিক উত্তর হলো ক) timid। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
timid
-
Bangla Meaning: ভীরু; লাজুক; মুখচোরা
-
English Meaning: lacking in courage or self-confidence
-
Reasoning: Correct because the sentence contrasts “far from being timid” with the lawyer’s confident behavior
-
-
Other Options:
-
assertive
-
Bangla Meaning: দৃঢ়প্রত্যয়ী; দৃঢ়প্রত্যয়সূচক
-
English Meaning: disposed to or characterized by bold or confident statements and behavior
-
-
persuasive
-
Bangla Meaning: প্রভাবশালী, বিশ্বাসযোগ্য
-
English Meaning: Good at persuading others
-
-
eloquent
-
Bangla Meaning: বাকপটু, বাগ্মী
-
English Meaning: Fluent or persuasive in speaking or writing
-
-
-
Correct Sentence: Far from being timid, the young lawyer was confident and articulate, dismantling the opponent’s arguments with precision.
-
Translation: তরুণ উকিল লাজুক না হয়ে বরং আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ছিলেন এবং দক্ষতার সাথে প্রতিপক্ষের যুক্তি ভেঙে দিয়েছেন।
0
Updated: 1 month ago
Years later, the two women meet at their college and find that they have a natural ________ for one another.
Created: 3 days ago
A
conceal
B
warrant
C
fragile
D
affinity
Affinity for এর মানে হলো ঘনিষ্ঠ সম্পর্ক বা প্রকৃতির প্রতি আকর্ষণ। যখন কোনো ব্যক্তি বা কিছু বিষয়ের প্রতি affinity থাকে, তখন তা সেই ব্যক্তি বা বস্তুর প্রতি একটি গভীর আকর্ষণ বা ঘনিষ্ঠ সম্পর্ক বোঝায়।
Affinity শব্দটি ব্যবহারের মাধ্যমে, বাক্যটি আরো অর্থপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি কোনো বিষয়ের প্রতি বিশেষ আগ্রহ বা ভালোবাসার অনুভূতি প্রকাশ করে। উদাহরণস্বরূপ:
-
"She has an affinity for classical music."
-
"The child felt an affinity for his pet dog."
এখানে affinity for শব্দটি সেই সম্পর্ক বা আকর্ষণ বোঝাচ্ছে, যা একজন ব্যক্তি বা কিছু বিষয়ের প্রতি অনুভব করে।
0
Updated: 3 days ago