Choose the antonym of “Sanguine”:
A
Optimistic
B
Cheerful
C
Hopeful
D
Pessimistic
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ঘ) Pessimistic। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
Sanguine
-
Bangla Meaning: আশাবাদী, দৃঢ় বিশ্বাসী
-
English Meaning: marked by eager hopefulness; confidently optimistic
-
-
Pessimistic
-
Bangla Meaning: হতাশাপ্রবণ; দুঃখবাদী
-
English Meaning: of, relating to, or characterized by pessimism; gloomy
-
-
Other Options:
-
Optimistic
-
Bangla Meaning: আশাবাদী
-
English Meaning: Hopeful and confident about the future
-
-
Cheerful
-
Bangla Meaning: হাসিখুশি
-
English Meaning: Noticeably happy and optimistic
-
-
Hopeful
-
Bangla Meaning: আশা রাখে এমন
-
English Meaning: Feeling or inspiring optimism about a future event
-
-

0
Updated: 15 hours ago
What would be the best antonym of "hibernate"?
Created: 1 month ago
A
dormancy
B
liveliness
C
sluggishness
D
democracy
শব্দ: Hibernate
ইংরেজি অর্থ: (কিছু প্রাণী) শীতকালে ঘুমানো বা সক্রিয় না থাকা।
বাংলা অর্থ: গোটা শীতকাল ঘুম বা নিষ্ক্রিয় অবস্থায় কাটানো।
প্রদত্ত অপশনগুলোর অর্থ:
-
ক) Dormancy – সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় থাকা।
-
খ) Liveliness – উচ্ছলতা; প্রাণবন্ততা।
-
গ) Sluggishness – মন্থরতা; নিষ্ক্রিয়তা।
-
ঘ) Democracy – গণতন্ত্র।
বিশ্লেষণ: “Hibernate” মানে শীতকালে নিষ্ক্রিয় থাকা বা ঘুমানো। এর বিপরীত অর্থের শব্দ হবে প্রাণবন্ততা বা উচ্ছলতা, তাই সঠিক উত্তর হলো Liveliness।
উৎস: Cambridge Dictionary; Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Choose the antonym of Fastidious:
Created: 1 week ago
A
Careless
B
Pleasant
C
Creative
D
Enervate
Fastidious – অর্থ হলো খুঁতখুঁতে, অতিরিক্ত যত্নবান বা নিখুঁতপ্রিয়।
Antonym: Careless – যত্নহীন, অসাবধান।
কেন অন্যগুলো ভুল:
-
Pleasant – সুখকর বা মনোরম, Fastidious-এর সঙ্গে সম্পর্ক নেই।
-
Creative – সৃজনশীল, Fastidious-এর বিপরীত নয়।
-
Enervate – শারীরিক বা মানসিক দুর্বল করা, Fastidious-এর সঙ্গে সম্পর্ক নেই।
Source: Cambridge & Accessible Dictionary.

0
Updated: 1 week ago
Antonym of 'Rescind' is:
Created: 2 days ago
A
Prohibitive
B
Overrule
C
Validate
D
Contentious
সঠিক উত্তর হলো **Validate**।
**Rescind** একটি **Verb (Transitive)**। এটি বোঝায় কোনো আইন, আদেশ বা সিদ্ধান্তকে আর বৈধ বা কার্যকর না করা; অর্থাৎ বাতিল করা।
* **বাংলা অর্থ**: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
* **সমার্থক শব্দ**: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা), Abandon (পরিত্যাগ করা), Abort (বাতিল করা)
* **বিপরীতার্থক শব্দ**: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা), Uphold (বহাল রাখা), Validate (যাচাই করা), Implement (বাস্তবায়ন করা)
* **অন্য রূপ**:
* Rescinder (Noun)
* Rescindment (Noun)
* **উদাহরণ বাক্য**:
১. The government eventually rescinded the directive.
২. The navy rescinded its ban on women sailors.

0
Updated: 2 days ago