Fill in the blank with the correct word:
Although the scientist was initially dismissed as a crank, her ___ experiments eventually convinced the entire academic community of her genius.
A
spurious
B
erratic
C
dubious
D
rigorous
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ঘ) rigorous। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
rigorous
-
Bangla Meaning: কঠোর, কঠিন নিয়ম বা পদ্ধতির অধীন
-
English Meaning: manifesting, exercising, or favoring rigor; very strict
-
Reasoning: Strict, careful experiments would convince the community
-
-
Other Options:
-
spurious
-
Bangla Meaning: মিথ্যা, ভ্রান্ত
-
English Meaning: Not genuine; false or fake
-
-
erratic
-
Bangla Meaning: অনিশ্চিত গতিসম্পন্ন
-
English Meaning: Not even or regular in pattern or movement; unpredictable
-
-
dubious
-
Bangla Meaning: সন্দেহজনক
-
English Meaning: Hesitating or doubting; not to be relied upon
-
-
-
Correct Sentence: Although the scientist was initially dismissed as a crank, her rigorous experiments eventually convinced the entire academic community of her genius.
-
Translation: যদিও প্রথমে এই বিজ্ঞানীকে একজন পাগলাটে বলে বিবেচনা করা হয়েছিল, তার কঠোর পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি শেষ পর্যন্ত সমগ্র শিক্ষাবিষয়ক সম্প্রদায় তার প্রতিভা স্বীকার করে নেয়।
0
Updated: 1 month ago
He entered ______ a turbulent political career.
Created: 1 month ago
A
in
B
upon
C
into
D
No preposition
Complete sentence:
He entered upon a turbulent political career.
-
Bangla Meaning: তিনি এক অস্থির রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
Phrasal verbs and meanings:
-
Enter on/upon something
-
English Meaning: To start to do something or become involved in something.
-
Bangla Meaning: কোনো কিছু করা শুরু করা বা কোনও কিছুতে জড়িত হওয়া।
-
-
Enter into something
-
English Meaning: To begin to discuss or deal with something.
-
Bangla Meaning: আলোচনা শুরু করা।
-
Example: The company is looking to enter into new markets to expand its customer base.
-
Enter (verb: transitive & intransitive) এর অন্যান্য অর্থ ও ব্যবহার:
-
আসা অথবা ভেতরে প্রবেশ করা
-
সদস্য হওয়া; যোগদান করা
-
enter into something (with somebody) – শুরু করা
-
enter on/upon – অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা
-
enter in/up – নথিভুক্ত করা
-
enter for; enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া
-
সাধারণত, উপরের কারণ ছাড়া ‘Enter’ এর পরে preposition বসে না।
উৎস:
0
Updated: 1 month ago
The king left ____ heir.
Created: 1 week ago
A
the
B
a
C
an
D
one
উত্তর: গ) an
বাক্যটি হলো “The king left ____ heir.” এখানে ফাঁকা স্থানে সঠিক article হবে “an” কারণ “heir” শব্দটির উচ্চারণ শুরু হয় /eə/ ধ্বনিতে, যা একটি স্বরধ্বনি। ইংরেজি ব্যাকরণে নিয়ম হলো—যে শব্দের উচ্চারণ স্বরধ্বনিতে শুরু হয়, তার আগে “an” ব্যবহৃত হয়, যদিও শব্দটি ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হোক না কেন।
এই ব্যবহারের কিছু যুক্তিসংগত কারণ রয়েছে—
-
“Heir” শব্দে ‘h’ উচ্চারিত হয় না, অর্থাৎ এটি silent h, ফলে শব্দটি শোনায় “air” এর মতো। তাই “an heir” বলা ব্যাকরণগতভাবে সঠিক।
-
যদি বলা হয় “a heir”, তাহলে তা উচ্চারণে অস্বস্তিকর ও ভুল শোনাবে, কারণ “a” এবং “heir” একসাথে উচ্চারণে ধ্বনিগত বিরোধ তৈরি করে।
-
অন্যদিকে, যদি শব্দটি ‘h’ উচ্চারিত হতো (যেমন “house”), তাহলে “a house” বলা সঠিক হতো, কারণ সেখানে শব্দটি ব্যঞ্জনধ্বনিতে শুরু হয়।
এ ধরনের আরও কিছু উদাহরণ হলো—
-
an honest man (এখানে “honest”-এর ‘h’ উচ্চারিত হয় না)
-
an hour (এখানেও ‘h’ নীরব)
-
a historical event (এখানে ‘h’ উচ্চারিত হয়, তাই ‘a’ ব্যবহৃত হয়েছে)
সুতরাং, বাক্যটির সঠিক রূপ হবে:
“The king left an heir.”
এই বাক্যের অর্থ হলো, রাজা তাঁর পরবর্তী উত্তরাধিকারী রেখে গেছেন। এখানে article ব্যবহারের সঠিকতা বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করে এবং ইংরেজি ব্যাকরণের নিয়মের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
0
Updated: 1 week ago
She cannot comply ______ his request.
Created: 1 month ago
A
with
B
to
C
for
D
of
Complete sentence: She cannot comply with his request.
-
Bangla meaning: সে তার অনুরোধ মেনে চলতে পারে না।
-
Comply with (sth):
-
English meaning: to obey an order, rule, or request; to act according to an order, set of rules, or request
-
Bangla meaning: পরের ইচ্ছা পূরণে সম্মত হওয়া; মেনে নেওয়া; মত দেওয়া
-
-
More examples:
-
We are unable to comply with your request.
-
We cannot comply with your request.
-
Source:
0
Updated: 1 month ago