He is endowed ___ remarkable talent.
A
by
B
in
C
with
D
of
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) with। বাক্যটির ব্যাখ্যা এবং ব্যবহার নিচে দেওয়া হলো।
-
Complete Sentence: He is endowed with remarkable talent.
-
Endowed with
-
Bangla Meaning: ন্যায়বুদ্ধিসম্পন্ন, কোনো গুণ বা ক্ষমতায় সমৃদ্ধ
-
English Meaning: to have a particular quality or feature
-
-
Options Explanation:
-
by — দ্বারা; Agent বোঝায়, এখানে প্রযোজ্য নয়
-
in — মধ্যে; অবস্থান বোঝায়, এখানে ভুল
-
of — এর; সম্পর্ক বোঝায়, “endowed of” ভুল
-
on — উপর; অবস্থান বোঝায়, এখানে ভুল
-
-
Rule: “Endowed” শব্দের সঙ্গে সর্বদা with ব্যবহৃত হয় কোনো গুণ, দক্ষতা বা বৈশিষ্ট্য বোঝাতে।
-
সঠিক বাক্য: He is endowed with remarkable talent.

0
Updated: 15 hours ago
The usher showed us —
Created: 1 week ago
A
a rare painting in the gallery
B
where to sit
C
how to perform on stage
D
the recipe for chocolate cake
Correct Answer: খ) where to sit
Usher
-
English meaning: A man who shows people where they should sit, especially at a formal event such as a wedding, theatre, or cinema.
-
Bangla meaning: যে ব্যক্তি রঙ্গালয়, প্রেক্ষাগৃহ ইত্যাদিতে মানুষকে তাদের আসন দেখিয়ে দেয়; প্রবেশক; দ্বারিক।
Example:
-
The usher showed us to front-row seats.
-
The guard ushered the jury members into the courtroom.
Explanation:
-
এখানে “usher” বলতে বোঝানো হচ্ছে এমন একজন ব্যক্তি, যিনি থিয়েটার, সিনেমা হল, চার্চ ইত্যাদিতে দর্শকদের তাদের সিটে বসতে সাহায্য করেন।
-
তাই স্বাভাবিকভাবে usher আমাদের দেখাবে “where to sit”।
কেন অন্য অপশনগুলো ভুল:
-
ক) a rare painting in the gallery → গ্যালারিতে একটি বিরল চিত্রকর্ম।
-
গ) how to perform on stage → মঞ্চে কীভাবে অভিনয় করতে হয়।
-
ঘ) the recipe for chocolate cake → চকলেট কেকের রেসিপি/রান্নার পদ্ধতি।
Source: Cambridge Dictionary; Accessible Dictionary

0
Updated: 1 week ago
Fill in the gap: When water _______, its density decreases.
Created: 1 day ago
A
freezes
B
will freeze
C
froze
D
would freeze
Complete sentence: When water freezes, its density decreases. বাংলা অর্থ: পানি যখন বরফে পরিণত হয়, এর ঘনত্ব হ্রাস পায়।
যদি দুটি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কাজ ‘when’ দ্বারা যুক্ত হয়, তখন উভয় clause present indefinite tense-এ লেখা হয়। অর্থাৎ, শর্তযুক্ত দুইটি clause-এর verb present indefinite tense হবে।
-
উদাহরণ: When water freezes, its density decreases.
-
সুতরাং শূন্যস্থানে সঠিক শব্দ: freezes।
-
আরও উদাহরণ: When water freezes, it turns into ice.

0
Updated: 1 day ago
If you want them to ____ you'll have to offer them more than that.
Created: 4 days ago
A
give in
B
fall in
C
get forth
D
get off
Complete Sentence:
-
If you want them to give in, you'll have to offer them more than that.
Give in (Phrasal Verb):
-
English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
-
Bangla Meaning: আত্মসমর্পণ করা
Other Options:
-
Fall in: ভেঙে করা; সারি বেধে দাঁড়ানো
-
Get forth: উদগীরণ করা, নিঃসৃত করা / হওয়া
-
Get off: নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হত্তয়া; সরা; যাত্রা করা
Explanation: বাক্যটি অর্থবোধক করার জন্য give in ব্যবহার করা হয়েছে।
উৎস:

0
Updated: 4 days ago