He is endowed ___ remarkable talent.
A
by
B
in
C
with
D
of
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) with। বাক্যটির ব্যাখ্যা এবং ব্যবহার নিচে দেওয়া হলো।
-
Complete Sentence: He is endowed with remarkable talent.
-
Endowed with
-
Bangla Meaning: ন্যায়বুদ্ধিসম্পন্ন, কোনো গুণ বা ক্ষমতায় সমৃদ্ধ
-
English Meaning: to have a particular quality or feature
-
-
Options Explanation:
-
by — দ্বারা; Agent বোঝায়, এখানে প্রযোজ্য নয়
-
in — মধ্যে; অবস্থান বোঝায়, এখানে ভুল
-
of — এর; সম্পর্ক বোঝায়, “endowed of” ভুল
-
on — উপর; অবস্থান বোঝায়, এখানে ভুল
-
-
Rule: “Endowed” শব্দের সঙ্গে সর্বদা with ব্যবহৃত হয় কোনো গুণ, দক্ষতা বা বৈশিষ্ট্য বোঝাতে।
-
সঠিক বাক্য: He is endowed with remarkable talent.
0
Updated: 1 month ago
A man is known by the ____ he keeps.
Created: 1 day ago
A
friends
B
money
C
asset
D
company
‘A man is known by the company he keeps’ একটি ইংরেজি প্রবাদ বাক্য, যার অর্থ ‘সঙ্গ দেখে লোক চেনা যায়’। এই প্রবাদটি বোঝায় যে একজন মানুষের চরিত্র, মানসিকতা ও মূল্যবোধ অনেকাংশে তার সঙ্গী বা বন্ধুবান্ধব দ্বারা প্রতিফলিত হয়। অর্থাৎ, মানুষ যেমন বন্ধু বেছে নেয়, তেমনই তার ব্যক্তিত্বের মান নির্ধারিত হয়।
• এই প্রবাদটি সামাজিক ও নৈতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ, কারণ এটি সৎ ও অসৎ সঙ্গের প্রভাব সম্পর্কে সতর্ক করে।
• এর ভাবার্থ হলো, মানুষের চরিত্র বিচার করতে হলে তার সঙ্গীদের পর্যবেক্ষণ করা যথেষ্ট।
• ইতিহাস ও সাহিত্যেও দেখা যায়, ভালো সঙ্গ ভালো মানুষ তৈরি করে, আর খারাপ সঙ্গ নষ্ট করে দেয় চরিত্র।
• অনেক সময় এই প্রবাদটি নৈতিক উপদেশ হিসেবে ব্যবহৃত হয়, বিশেষত তরুণদের ক্ষেত্রে।
• এটি ‘Tell me who your friends are, and I will tell you who you are’ প্রবাদটির সমার্থক।
• নৈতিক শিক্ষায় এই কথাটি মানুষকে সৎ, আদর্শবান ও বিবেকসম্পন্ন সঙ্গী বেছে নেওয়ার অনুপ্রেরণা দেয়।
0
Updated: 1 day ago
Taher is annoyed ____ me.
Created: 1 week ago
A
on
B
with
C
against
D
over
0
Updated: 1 week ago
He bought ______ ewe from the farmer.
Created: 1 month ago
A
an
B
a
C
the
D
none
The correct answer is a.
Complete sentence: He bought a ewe from the farmer.
Explanation:
-
When a word starts with e, eu, or ew and is pronounced with a "yoo" sound (like ew in ewe), it is treated as a consonant sound for the purpose of the article. Hence, we use a, not an.
Examples:
-
He is a university student.
-
He is a European.
-
They have a ewe.
Exception: If the "u" or initial vowel is pronounced like "uh" (short vowel sound), we use an:
-
She is an unknown woman.
-
The crow is an ugly bird.
0
Updated: 1 month ago