Fill in the blank:
The meeting was postponed ___ the chairman’s absence.
A
because
B
because of
C
due
D
for
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) because of। বাক্যটির ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
Complete Sentence: The meeting was postponed because of the chairman’s absence.
-
বাক্যে “the chairman’s absence” একটি noun phrase, তাই এর আগে preposition প্রয়োজন।
-
“Because of” হলো একটি prepositional phrase, যা noun বা noun phrase-এর আগে কারণ বোঝাতে ব্যবহৃত হয়।
-
“Because” হলো conjunction, যা মূলত clause বা বাক্যের পূর্ণ অংশের কারণ বোঝায়, তাই এখানে ব্যবহার সঠিক নয়।
-
“Due” সাধারণত “due to” ফর্মে ব্যবহৃত হয়; একা ব্যবহার ভুল।
-
“For” এবং “by” এখানে কারণ বোঝাতে ব্যবহার হয় না।
-
সারসংক্ষেপ: কারণ বোঝাতে noun phrase-এর আগে সঠিক preposition হলো because of।
0
Updated: 1 month ago
____ some clothes.
Created: 1 month ago
A
Count on
B
Lay on
C
Put on
D
Depend on
বাক্যটি “Put on some clothes” বোঝায় কাউকে কাপড় পরার জন্য নির্দেশ দেওয়া। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Put on হলো একটি phrasal verb, যার অর্থ হলো কাপড়, জুতা বা আনুষঙ্গিক সামগ্রী পরা।
-
এটি ব্যবহার করা হয় যখন কাউকে কিছু পরতে বলা হয়।
-
উদাহরণ: Put on some clothes মানে “কিছু কাপড় পরে নাও” বা “কাপড় পরো”।
-
Other options:
-
ক) Count on – “to rely on” (নির্ভর করা); কাপড় পরার সাথে সম্পর্ক নেই।
-
খ) Lay on – “to apply or arrange” (প্রলেপ দেওয়া); কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
ঘ) Depend on – “to be dependent” (ভরসা করা); প্রসঙ্গের সাথে সম্পর্ক নেই।
-
0
Updated: 1 month ago
James Joyce is a famous ______.
Created: 3 weeks ago
A
American author
B
Scottish author
C
Irish author
D
British author
James Joyce ছিলেন একজন বিখ্যাত আইরিশ সাহিত্যিক, যিনি আধুনিক যুগের ইংরেজি সাহিত্যে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তার লেখায় ভাষার পরীক্ষামূলক ব্যবহার এবং নতুন সাহিত্যিক কৌশলের প্রয়োগ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। তিনি বিশেষভাবে পরিচিত তার ‘Stream of Consciousness’ বা চেতনার অন্তঃশীল প্রবাহ নামক লেখনশৈলীর জন্য।
-
পুরো নাম: James Augustine Aloysius Joyce
-
জন্ম-মৃত্যু: ১৮৮২-১৯৪১
-
তিনি ছিলেন একজন আইরিশ novelist, যিনি ভাষা ও চিন্তার নতুন রীতিতে সাহিত্য রচনায় দক্ষতা দেখিয়েছিলেন।
-
তিনি বিংশ শতাব্দীর তথা Modern Period-এর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক হিসেবে স্বীকৃত।
-
তার বিখ্যাত উপন্যাস Ulysses (1922) একটি জটিল ও গভীর রচনা, যেখানে Leopold Bloom, Molly Bloom, এবং Stephen Dedalus চরিত্রদের মানসিক জগৎ তুলে ধরা হয়েছে।
-
Ulysses বিংশ শতাব্দীর সর্বাধিক প্রভাবশালী উপন্যাসগুলোর মধ্যে একটি।
-
James Joyce তার লেখনীর মাধ্যমে মানুষের চিন্তা, আবেগ ও চেতনার প্রবাহকে অনন্যভাবে ফুটিয়ে তুলেছেন।
Notable Works:
-
Novel: Ulysses
-
Play: Exiles
Short Stories:
-
After the Race
-
A Little Cloud
-
A Mother
-
An Encounter
-
A Painful Case
Poems:
-
Chamber Music
-
I Hear an Army
-
Penyeach
0
Updated: 3 weeks ago
She ____ painting.
Created: 2 months ago
A
took up
B
takes off
C
takes after
D
takes over
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago