“A person who pretends to have moral beliefs that they do not truly possess” is known as:
A
Cynic
B
Hypocrite
C
Pacifist
D
Egoist
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) Hypocrite। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
-
Hypocrite
-
Bangla Meaning: ভণ্ড; ধর্মধ্বজী; মোনাফেক; বকধার্মিক
-
English Meaning: a person who acts in contradiction to his or her stated beliefs or feelings, a person who puts on a false appearance of virtue or religion
-
-
Other Options:
-
Cynic
-
Bangla Meaning: হতাশাবাদী; চিরবিষণ্ণ; দোষদর্শী ব্যক্তি
-
English Meaning: A person who believes people are motivated purely by self-interest
-
-
Pacifist
-
Bangla Meaning: শান্তিপ্রিয়; শান্তিকামী
-
English Meaning: an adherent to pacifism; someone who opposes war or violence as a means of settling disputes
-
-
Egoist
-
Bangla Meaning: অহংবাদী; আত্মকেন্দ্রিক
-
English Meaning: an egocentric or egotistic person
-
-
Nihilist
-
Bangla Meaning: নাস্তিক; নাস্তিবাদী
-
English Meaning: someone who believes that all political and religious organizations are bad, or that there are no principles or beliefs that have any meaning or can be true
-
-

0
Updated: 15 hours ago
Select the word that is closest in meaning to "Perfunctory":
Created: 2 days ago
A
Thorough
B
Cursory
C
Detailed
D
Meticulous
সঠিক উত্তর হলো খ) Cursory।
Perfunctory
-
বাংলা অর্থ: অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ।
-
English Meaning: characterized by routine or superficiality; mechanical।
Cursory
-
বাংলা অর্থ: তড়িঘড়িতে করা কাজ; দায়সারা গোছের কাজ।
-
English Meaning: rapidly and often superficially performed or produced; hasty।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) Thorough — বাংলা: সর্বতোভাবে, সম্পূর্ণ, আনুপুঙ্খিক; English: carried through to completion; exhaustive।
-
গ) Detailed — বাংলা: বিচ্ছিন্ন বা বিভক্ত; English: marked by abundant detail or thoroughness in treating small items or parts।
-
ঘ) Meticulous — বাংলা: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল, সতর্ক ও যথাযথ; English: marked by extreme or excessive care in the consideration or treatment of details।
অর্থাৎ, Perfunctory শব্দটির সমার্থক শব্দ হলো Cursory, যা তাড়াহুড়া বা দায়সারাভাবে সম্পাদিত কাজ বোঝায়।

0
Updated: 2 days ago
The expression 'take into account' means-
Created: 1 month ago
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The meaning of 'profound' is:
Created: 2 days ago
A
Unwilling to obey orders
B
To give up something
C
Determined in character
D
Having a great depth of insight or knowledge
Profound একটি Adjective & Noun। এটি বোঝায় এমন কিছু যা গভীর জ্ঞান, অন্তর্দৃষ্টি বা বোঝাপড়ার সাথে সম্পৃক্ত; এছাড়াও প্রভাব বা অনুভূতিতে অত্যন্ত তীব্র বা চরম হতে পারে।
-
বাংলা অর্থ: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
সমার্থক শব্দ:
-
Deep (গভীর; অগাধ)
-
Intense (তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র)
-
Insightful (অন্তর্দৃষ্টিসম্পন্ন; গভীর বোঝাপড়া)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Shallow (অগভীর; গাধ; চেটালো)
-
Superficial (উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর)
-
Mild (নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recalcitrant (Adjective):
-
ইংরেজি অর্থ: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control।
-
বাংলা অর্থ: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
-
-
Relinquish (Verb):
-
ইংরেজি অর্থ: To give up something such as a responsibility or claim।
-
বাংলা অর্থ: ছেড়ে দেওয়া; ত্যাগ করা।
-
-
Resolute (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Determined in character, action, or ideas।
-
বাংলা অর্থ: দৃঢ়সংকল্প।
-

0
Updated: 2 days ago