যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
A
ল্যান্স
B
দর্পণ
C
বিম্ব
D
প্রিজম
উত্তরের বিবরণ
দর্পণ এবং অপটিক্যাল উপাদান
-
দর্পণ: যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
-
দর্পণ প্রধানত দুই প্রকারের:
১। সমতল দর্পণ
২। গোলীয় দর্পণ-
গোলীয় দর্পণ আবার দুই প্রকার:
১। উত্তল দর্পণ
২। অবতল দর্পণ
-
-
প্রিজম: একটি স্বচ্ছ পলিগোনাল সেল, সাধারণত ত্রিভুজাকৃতির, যা আলোকে প্রতিসরিত (refraction) করতে ব্যবহার হয়।
-
ল্যান্স: একটি অপটিক্যাল উপাদান যা আলোকে ফোকাস করতে সাহায্য করে। এটি আলোকে প্রতিসরণ (refraction) করলেও প্রতিফলন (reflection) ঘটে না।
-
বিম্ব: প্রতিফলিত আলোর একটি চিত্র বা ছবি, যা প্রতিফলন বা প্রতিসরণের ফলস্বরূপ তৈরি হয়। এটি কোনো পদার্থ নয়, বরং দৃশ্যমান একটি চিত্র।
উৎস:
0
Updated: 1 month ago
গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারের উপযোগী করতে কী ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
জেনারেটর
B
স্টেপ আপ ট্রান্সফর্মার
C
সার্কিট ব্রেকার
D
স্টেপ ডাউন ট্রান্সফর্মার
তড়িতের সিস্টেম লস
-
দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদনকারী পাওয়ার প্লান্টগুলো থেকে বিদ্যুৎকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
-
বিদ্যুৎ বিতরণের জন্য প্রথমে সাব-স্টেশনে পাঠানো হয়।
-
এরপর সাব-স্টেশন থেকে বিতরণ ব্যবস্থা ব্যবহার করে বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছে।
-
বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয়, তার কিছু পরিমাণ রোধ (Resistance, R) থাকে।
-
কোনো রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ (I) গেলে, সবসময় I²R তাপ শক্তি উৎপন্ন হয়। এ কারণে বিদ্যুৎ শক্তির কিছু অংশ ক্ষয় বা লস হয়।
-
নির্দিষ্ট বিদ্যুৎ শক্তির জন্য উচ্চ ভোল্টেজে সরবরাহ করলে রোধজনিত তাপ লস কম হয়।
-
এজন্য বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত শক্তিকে স্টেপ-আপ ট্রান্সফর্মার দিয়ে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা হয়।
-
গ্রাহকদের ব্যবহারের জন্য বিদ্যুৎকে স্টেপ-ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে নিরাপদ ও ব্যবহারযোগ্য ভোল্টেজে নামানো হয়।
উৎস:
0
Updated: 1 month ago
সাবান তৈরির সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?
Created: 1 month ago
A
লবণ
B
গ্লিসারিন
C
গ্রাফাইট
D
ডিটারজেন্ট
সাবান আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ পরিষ্কারক উপাদান, যা দেহ ও কাপড়-চোপড় পরিষ্কার করার জন্য বহুল ব্যবহৃত হয়। আধুনিক জীবনে সাবানের পাশাপাশি ডিটারজেন্ট, ইমালশন ও পলিশের মতো অন্যান্য পরিষ্কারকও ব্যবহৃত হচ্ছে।
সাবান সম্পর্কিত তথ্য
-
কাপড় কাচার সাবান মূলত সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) দ্বারা গঠিত।
-
শেভিং ফোম বা জেলে থাকে পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
-
কাপড় কাচার সোডা হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম কার্বোনেট (Na2CO3)।
-
সাবান আসলে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
-
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো তেল বা চর্বি।
-
তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড (KOH)-এর দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে যথাক্রমে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান উৎপন্ন হয়।
-
সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন।
0
Updated: 1 month ago
বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ-
Created: 1 month ago
A
ভিক্টোরিয়া হ্রদ
B
টাঙ্গানিকা হ্রদ
C
বৈকাল হ্রদ
D
গ্রেট বিয়ার হ্রদ
টাঙ্গানিকা হ্রদ
টাঙ্গানিকা হ্রদ বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ। এটি আফ্রিকার বুরুন্ডি, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, তানজানিয়া ও জাম্বিয়া—এই চার দেশের মধ্যে বিস্তৃত। হ্রদটির মোট এলাকা ৩২,৯০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গভীর হ্রদ, যার গভীরতা ১,৪৭০ মিটার (৪,৮২২ ফুট)।
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
-
বৈকাল হ্রদ: বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
উৎস:
0
Updated: 1 month ago