স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো - 

Edit edit

A

০° সেন্টিগ্রেড 

B

১০০° সেন্টিগ্রেড 

C

৪° সেন্টিগ্রেড

D

 ২৬৩° সেন্টিগ্রেড

উত্তরের বিবরণ

img

  • বিশুদ্ধ পানি সাধারণত কোনো স্বাদ, গন্ধ বা রঙ রাখে না—অর্থাৎ এটি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।

  • পানির ঘনত্ব তার তাপমাত্রার উপর নির্ভর করে। সবচেয়ে বেশি ঘনত্ব দেখা যায় ৪° সেলসিয়াস তাপমাত্রায়, যেখানে পানি প্রতি ঘন সেন্টিমিটারে ১ গ্রাম বা প্রতি ঘন মিটারে ১০০০ কেজি হয়ে থাকে।
    অর্থাৎ, ১ সি.সি পানির ওজন ১ গ্রাম এবং ১ কিউবিক মিটার পানির ওজন ১০০০ কেজি।

  • বরফ যে তাপমাত্রায় গলে, সেটাকেই বলা হয় গলনাঙ্ক। পানির গলনাঙ্ক হলো ০° সেলসিয়াস।

  • আবার, কোনো তরল পদার্থ যখন বায়ুমণ্ডলীয় চাপে বাষ্পে পরিণত হয়, তখনকার তাপমাত্রাকে বলা হয় স্ফুটনাঙ্ক। পানির ক্ষেত্রে এই তাপমাত্রা হচ্ছে ১০০° সেলসিয়াস।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

Unfavorite

0

Updated: 3 weeks ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD