অচৌম্বক পদার্থ কোনটি?
A
ইস্পাত
B
কোবাল্ট
C
পিতল
D
নিকেল
উত্তরের বিবরণ
চৌম্বক পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যা চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে রূপান্তর করা সম্ভব।
-
বেশির ভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে, তাই এদেরকে ফেরো চৌম্বক পদার্থ (Ferromagnetic materials) বলা হয়।
-
'ফেরো' শব্দের অর্থ লোহা।
-
উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট।
অচৌম্বক পদার্থ হলো সেই সমস্ত পদার্থ যা চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না এবং যাদেরকে চুম্বকে রূপান্তর করা যায় না।
-
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার।
উৎস:
0
Updated: 1 month ago
জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
Created: 1 month ago
A
অমাবস্যা তিথিতে
B
অষ্টমী তিথিতে
C
একাদশীতেে
D
যখন চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে
পানির উচ্চতা ভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী জোয়ার-ভাটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়: তেজ কটাল বা ভরা কটাল এবং মরা কটাল।
তেজ কটাল বা ভরা কটাল (Spring Tide):
-
জোয়ার-ভাটা সৃষ্টিতে চন্দ্রের পাশাপাশি সূর্যও ভূমিকা রাখে।
-
অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
-
এই সময় সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে, ফলে জোয়ার পানির উচ্চতা সর্বাধিক হয়।
-
মূলত পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ার পানি ফুলে উঠে, যাকে ভরা কটাল বা তেজ কটাল বলা হয়।
-
পূর্ণিমার সময় পৃথিবীর যে স্থানে চন্দ্রের কারণে মুখ্য জোয়ার হয়, সেখানে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়।
-
চন্দ্রের প্রভাবে যেখানে গৌণ জোয়ার হয়, সেখানে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার সৃষ্টি হয়।
0
Updated: 1 month ago
সোডিয়ামের ভর সংখ্যা কত?
Created: 1 month ago
A
২৩
B
১২
C
২২
D
১১
পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা হলো মৌল ও পরমাণুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা মৌলের ধর্ম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পারমাণবিক সংখ্যা (Atomic Number)
-
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা হলো সেই মৌলের পারমাণবিক সংখ্যা।
-
মৌলের ধর্ম নির্ভর করে পারমাণবিক সংখ্যার উপর, তাই পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম (Fundamental Property)।
-
পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ বিভিন্ন শক্তিস্তরে নিজস্ব কক্ষপথে অবস্থান করে।
-
পারমাণবিক সংখ্যা Z দ্বারা প্রকাশ করা হয়।
-
উদাহরণ:
-
হাইড্রোজেন (H) পরমাণুর নিউক্লিয়াসে ১টি প্রোটন → পারমাণবিক সংখ্যা = ১
-
কার্বন (C) পরমাণুর নিউক্লিয়াসে ৬টি প্রোটন → পারমাণবিক সংখ্যা = ৬
-
ভর সংখ্যা (Mass Number)
-
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা হলো ভর সংখ্যা।
-
ইলেকট্রনের ভর প্রায় শূন্য ধরা হয়।
-
উদাহরণ:
-
সোডিয়াম (Na) পরমাণুতে প্রোটন = ১১, নিউট্রন = ১২ → ভর সংখ্যা = ২৩
-
0
Updated: 1 month ago
কুরি তাপমাত্রা বলতে কী বোঝায়?
Created: 2 months ago
A
যে তাপমাত্রায় চৌম্বক পদার্থ তাপ পরিবাহনের ক্ষমতা হারায়
B
যে তাপমাত্রায় চৌম্বক পদার্থ সর্বাধিক চুম্বকায়িত হয়
C
যে তাপমাত্রায় চৌম্বক পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়
D
যে তাপমাত্রায় চৌম্বক পদার্থ পুঙ্খানুপুঙ্খভাবে গলতে শুরু করে
কুরি তাপমাত্রা (Curie Temperature / Curie Point)
যে তাপমাত্রায় কোনো চৌম্বক পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণ নষ্ট হয়, তাকে কুরি তাপমাত্রা বা কুরি বিন্দু বলা হয়।
রিমেনেন্স (Remanence)
চুম্বকায়ন বলের প্রভাব সরিয়ে নেওয়ার পর চৌম্বক পদার্থে যে চুম্বকায়ন মাত্রা অবশিষ্ট থাকে, তাকে রিমেনেন্স বলে।
চৌম্বক ধারকত্ব (Magnetic Retentivity)
চুম্বকায়ন বলের প্রভাব সরানো হলেও কোনো চৌম্বক পদার্থে চুম্বকত্ব বজায় রাখার ক্ষমতা।
উদাহরণ: নরম লোহা এবং ইস্পাত সমপরিমাণ চুম্বকায়িত হলে, ইস্পাতের চুম্বকত্ব হ্রাসের পরিমাণ কম, অর্থাৎ চৌম্বক ধারকতা বেশি।
চৌম্বক সহনশীলতা (Magnetic Susceptibility)
চুম্বকত্ব হ্রাসের নিয়ামক থাকা সত্ত্বেও কোনো চৌম্বক পদার্থে চুম্বকত্ব বজায় রাখার ক্ষমতা, তাকে চৌম্বক সহনশীলতা বলে।
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago