এক্স-রের কোন বৈশিষ্ট্য সঠিক? 


A

এক্স-রে সরল পথে গমন করে


B

এক্স-রে আলোর চেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য ধারণ করে


C

এক্স-রে বিক্ষিপ্ত হয় তড়িৎ ক্ষেত্র দ্বারা


D

এক্স-রে গ্যাসের মধ্য দিয়ে গমনকালে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না


উত্তরের বিবরণ

img

এক্স-রে (X-Rays) হলো এমন এক ধরনের তড়িৎচুম্বকীয় রশ্মি যা ১৮৯৫ সালে জার্মান বিজ্ঞানী প্রফেসর উইলিয়াম রঞ্জন আবিষ্কার করেন। পরে একে রঞ্জন রশ্মি নামেও ডাকা হয়। এক্স-রে তখন সৃষ্টি হয় যখন উচ্চগতির ইলেকট্রন কোনো ধাতব প্রতিবন্ধকের (Target) সাথে সংঘর্ষে বাধাপ্রাপ্ত হয় এবং তার গতিশক্তি এক্স-রেতে রূপান্তরিত হয়।

এক্স-রের বৈশিষ্ট্য:

  1. এক্স-রে সরল পথে চলে।

  2. এক্স-রে অদৃশ্য, সাধারণ আলো রেটিনায় পড়লে দেখা যায় কিন্তু এক্স-রে দেখার অনুভূতি জাগায় না।

  3. এটি তাড়িতচুম্বকীয় তরঙ্গ

  4. এক্স-রের তরঙ্গদৈর্ঘ্য আলোর তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট

  5. এক্স-রে আলোর সমবেগে (≈ 3×10⁸ m/s) চলে।

  6. আলোর মতো এক্স-রে প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন ও পোলারাইজেশন করতে পারে।

  7. এক্স-রে আলোর তড়িৎক্রিয়া প্রদর্শন করে।

  8. এক্স-রে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে।

  9. এক্স-রে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, অর্থাৎ কোনো চার্জ নেই।

  10. এক্স-রে গ্যাসকে আয়নিত করতে সক্ষম।

  11. এক্স-রে প্রতিপ্রভা (fluorescence) সৃষ্টি করতে পারে।

  12. এক্স-রের ভেদন ক্ষমতা অত্যধিক

  13. এক্স-রে জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে।

উৎস: 

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

মশা বা পিঁপড়া মারার অ্যারোসল স্প্রে করলে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়া কোন প্রক্রিয়ার উদাহরণ? 


Created: 1 month ago

A

ব্যাপন 


B

নিঃসরণ 


C

সংকোচন 


D

বাষ্পীভবন 


Unfavorite

0

Updated: 1 month ago

নিচের কোনটি রক্তরসের জৈব পদার্থ? 

Created: 1 month ago

A

ক্যালসিয়াম

B

লেসিথিন

C

আয়োডিন

D

সোডিয়াম

Unfavorite

0

Updated: 1 month ago

মোলার দ্রবণ বলতে কী বোঝায়? 


Created: 1 month ago

A

প্রতি লিটার দ্রবণে দ্রবের এক গ্রাম দ্রবীভূত থাকে 


B

প্রতি লিটার দ্রবণে দ্রবের এক মোল দ্রবীভূত থাকে 


C

প্রতি লিটার দ্রবণে দ্রবের এক কেজি দ্রবীভূত থাকে 


D

প্রতি লিটার দ্রবণে দ্রবের এক মোল লিটার দ্রবীভূত থাকে 


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD