ট্রান্সফরমার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
A
বৈদ্যুতিক বিভব নীতি
B
নিউটনের গতি সূত্র নীতি
C
হিট ট্রান্সফার নীতি
D
তাড়িতচৌম্বক আবেশ নীতি
উত্তরের বিবরণ
ট্রান্সফরমার হলো একটি তড়িৎ যন্ত্র যা পর্যাবৃত্ত তাড়িতচৌম্বক আবেশের (alternating electromagnetic induction) মাধ্যমে কাজ করে।
-
ট্রান্সফরমারে দুটি কুণ্ডলী থাকে, যেগুলো একটি আয়তাকার লোহার কোরের উপর সারিবদ্ধভাবে জড়ানো থাকে যাতে বেশি পরিমাণ চৌম্বক বলের রেখা তৈরি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ চলে, যার ফলে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
-
ট্রান্সফরমারের মূল কাজ হলো উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা, তবে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়।
-
বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
-
সংক্ষেপে, যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলা হয়।
-
ট্রান্সফরমারের দুই প্রধান ধরন:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার
উৎস:
0
Updated: 1 month ago
লোহিত কণিকা কোথায় উৎপন্ন হয়?
Created: 1 month ago
A
অস্থিমজ্জায়
B
লিভারে
C
প্লীহায়
D
হৃৎপিণ্ডে
রক্ত কণিকা তিন ধরনের হয়, যা রক্তের বিভিন্ন কার্যাবলীর সঙ্গে জড়িত।
ক. লোহিত কণিকা:
-
রক্তে লোহিত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে।
-
এক ঘন মিলিলিটার রক্তে পুরুষদের জন্য প্রায় ৫০ লক্ষ, এবং মহিলাদের জন্য প্রায় ৪৫ লক্ষ লোহিত কণিকা থাকে।
-
এটি অস্থিমজ্জায় উৎপন্ন হয় এবং ১২০ দিন পর প্লীহায় বিনষ্ট হয়।
-
ব্যায়াম করলে লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি পায় এবং এগুলো দীর্ঘদিন বাঁচে।
-
লোহিত কণিকা হিমোগ্লোবিনের সহায়তায় দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
খ. শ্বেত কণিকা:
-
শরীরে রক্তে শ্বেত কণিকার সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে।
-
এক মিলিলিটার রক্তে প্রায় ৬–৮ হাজার শ্বেত কণিকা থাকে।
-
এরা বর্ণহীন এবং নিউক্লিয়াসযুক্ত।
-
সাধারণত এরা ১২–১৩ দিন বাঁচে।
-
ব্যায়াম করলে এদের বেঁচে থাকার সময় ও সংখ্যা বৃদ্ধি পায়।
-
শ্বেত কণিকা রক্তে প্রবেশকারী জীবাণুকে ঘিরে ধরে বিনষ্ট করে এবং দেহকে রক্ষা করে, ফলে শরীরের ক্ষমতা ও শক্তিশালীতা বৃদ্ধি পায়।
গ. অণুচক্রিকা:
-
অণুচক্রিকা দেখতে ডিম্বাকার বা ডিস্কের মতো।
-
দেহের বৃহদাকার কোষ ভেঙ্গে অণুচক্রিকা সৃষ্টি হয়।
-
দেহের কোনো স্থানে ক্ষত হলে সেখানে ৩ মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
0
Updated: 1 month ago
উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে কোনটি?
Created: 1 month ago
A
মোটর
B
ট্রানজিস্টর
C
জেনারেটর
D
ট্রান্সফরমার
ট্রান্সফরমার (Transformer)
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র যা তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে।
-
এতে মূলত দুটি কুণ্ডলী থাকে, যা একটি আয়তাকার কাঁচা লোহার কোর বা ম্যাজার উপর সারিবদ্ধভাবে আবৃত থাকে যাতে অধিক চৌম্বক বলের রেখা তৈরি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তনশীল প্রবাহ চললে অপর কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
-
ট্রান্সফরমারের কাজ হলো উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা, শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
ফলে, বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়।
-
বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
-
যে যন্ত্র এই রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলা হয়।
-
ট্রান্সফরমার সাধারণত দুই প্রকারের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার (বিভব বৃদ্ধি করে)
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার (বিভব হ্রাস করে)
উৎস:
0
Updated: 1 month ago
এসিড কী দান করে?
Created: 1 month ago
A
ইলেকট্রন
B
প্রোটন
C
অক্সিজেন
D
হাইড্রোক্সাইড আয়ন
এসিড হলো সেই পদার্থ যা জলীয় দ্রবণে প্রোটন (H⁺) বা ধনাত্মক হাইড্রোজেন আয়ন প্রদান করে। এটি সাধারণত নীল লিটমাসকে লাল রঙে পরিবর্তিত করে। যেসব রাসায়নিক দ্রব্য জলীয় দ্রবণে প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করে, তাদের এসিড বলা হয়। উদাহরণস্বরূপ- এসিটিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, অক্সালিক এসিড। এসিড শব্দটি ল্যাটিন শব্দ 'অ্যাসিডাস' থেকে এসেছে এবং বাংলায় একে অম্ল বলা হয়।
এসিডের বৈশিষ্ট্যসমূহ:
-
এসিড স্বাদে টক।
-
এটি নীল লিটমাসকে লাল করে।
-
এসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে।
-
এটি ধাতুর কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
-
প্রতিটি এসিডই হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে।
-
যে এসিড যত বেশি হাইড্রোজেন আয়ন প্রদান করে, তা তত বেশি শক্তিশালী।
0
Updated: 1 month ago