A
কার্বন ডাইঅক্সাইড
B
কার্বন মনোক্সাইড
C
নাইট্রিক অক্সাইড
D
সালফার ডাইঅক্সাইড
উত্তরের বিবরণ
কার্বন মনোক্সাইড:
- দূষিত বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে।
- কার্বন মনোক্সাইড (Carbon Monoxide) এর রাসায়নিক সংকেত হলো CO যা একপ্রকার রঙ, গন্ধ এবং স্বাদহীন গ্যাস, যার ঘনত্ব বাতাসের তুলনায় কিছুটা কম।
- এক পরমাণু কার্বন ও এক পরমাণু অক্সিজেন যুক্ত হয়ে এক অণু কার্বন মনোক্সাইড গঠন করে।
- আন্তর্জাতিকভাবে এটি বিষাক্ত গ্যাস হিসেবে চিহ্নিত।
- কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মানবদেহে যে সকল সমস্যা দেখা দিতে পারে-
• দুর্বলতা,
• বমি বমি ভাব,
• মাথা ঘোরানো,
• ক্লান্তি,
• ক্ষুধা,
• মাথা ব্যাথা,
• অজ্ঞান হওয়া,
• খিঁচুনি ইত্যাদি।
উৎস: Centers of Disease Control and Prevention website [লিঙ্ক]।

0
Updated: 3 weeks ago