A
হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
B
হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
C
হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
D
হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন
উত্তরের বিবরণ
এনজিওপ্লাস্টি হলো একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালীর সরু বা বন্ধ হয়ে যাওয়া অংশকে বিশেষ বেলুনের মাধ্যমে প্রশস্ত করা হয়।
এনজিওপ্লাস্টি শব্দের ব্যাখ্যা:
-
"এনজিও" (Angio) অর্থ রক্তনালী এবং "প্লাস্টি" (Plasty) অর্থ হচ্ছে প্রসারিত বা ঢিলা করে দেওয়া।
-
এই চিকিৎসা প্রক্রিয়ায় হৃৎপিণ্ডের করনারী ধমনীতে জমে থাকা চর্বির কারণে সংকুচিত অংশকে প্রশস্ত করে রক্ত চলাচলের স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হয়।
প্রক্রিয়া:
-
যেই পথে এনজিওগ্রাম করা হয়েছিল, সেই পথেই একটি ক্যাথেটার ঢোকানো হয়, যার সঙ্গে একটি ছোট বেলুন যুক্ত থাকে।
-
নির্দিষ্ট স্থানে পৌঁছে বেলুনটি ফোলানো হয়, ফলে ধমনীর সরু অংশটি প্রসারিত হয়।
-
প্রয়োজন হলে সেই প্রসারিত অংশে একটি স্টেন্ট বা রিং বসিয়ে দেওয়া হয়, যাতে ধমনীর খোলা অংশ আবার সংকুচিত না হয়।
লাভ:
এই পদ্ধতির মাধ্যমে হৃৎপিণ্ডের রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিক হয়, যা হৃদরোগজনিত জটিলতা কমাতে সহায়ক।
তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago