Choose the word most opposite in meaning to “Laconic”:
A
Brief
B
Silent
C
Verbose
D
Terse
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) Verbose। কারণ এটি Laconic-এর বিপরীত শব্দ। যেখানে Laconic মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা, সেখানে Verbose মানে অপ্রয়োজনীয়ভাবে বেশি কথা বলা বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা।
-
Correct Answer: গ) Verbose
-
Bangla Meaning: বাক্স্পর্শী, অতিরিক্ত শব্দ ব্যবহারকারী
-
English Meaning: Using more words than needed; wordy or long-winded
-
-
Laconic
-
Bangla Meaning: সংক্ষিপ্ত, কম কথা বলা
-
English Meaning: Using very few words; brief and to the point
-
-
অন্যান্য অপশন:
-
ক) Brief
-
Bangla Meaning: সংক্ষিপ্ত
-
English Meaning: Short in duration or expression; concise
-
-
খ) Silent
-
Bangla Meaning: নীরব
-
English Meaning: Not speaking or making noise
-
-
ঘ) Terse
-
Bangla Meaning: সরল ও সংক্ষিপ্ত
-
English Meaning: Brief and direct in a way that may seem rude or unfriendly
-
-
ঙ) Reserved
-
Bangla Meaning: সংযত, নির্দিষ্ট
-
English Meaning: Slow to reveal emotion or opinions; restrained
-
-

0
Updated: 16 hours ago
The word “Vigilant” means –
Created: 2 weeks ago
A
Watchful and alert
B
Careless and inattentive
C
Fearful and timid
D
Confused and doubtful
Vigilant (adjective)
English Meaning: Always being careful to notice things, especially possible danger.
Bangla Meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।
Example Sentences:
Following the bomb scare at the airport, the staff have been warned to be extra vigilant.
Security personnel need to be more vigilant in checking bags and packages.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago
Let us beging by looking at the minutes of the meeting. Here the underlined word means-
Created: 1 month ago
A
time record
B
time frame
C
written record
D
written analysis
Minutes (মিনিটস)
English Meaning: A written record of what was said during a meeting.
Bangla Meaning: কোনও বৈঠকে বলা কথার বা দেওয়া নির্দেশ, মন্তব্য ও মতামতের লিখিত রেকর্ড; দাপ্তরিক লেখ্যপ্রমাণ।
Example Sentences:
-
Harry will take the minutes.
-
Let us begin by looking at the minutes of the meeting.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionary
“Minutes” বলতে বোঝায় সেই লিখিত নথি যা বৈঠকে আলোচিত বিষয়, মন্তব্য বা সিদ্ধান্তগুলো সংরক্ষণ করে। এটি মূলত অফিসিয়াল বা প্রশাসনিক ব্যবহারের জন্য তৈরি হয়।

0
Updated: 1 month ago
The meaning of 'profound' is:
Created: 2 days ago
A
Unwilling to obey orders
B
To give up something
C
Determined in character
D
Having a great depth of insight or knowledge
Profound একটি Adjective & Noun। এটি বোঝায় এমন কিছু যা গভীর জ্ঞান, অন্তর্দৃষ্টি বা বোঝাপড়ার সাথে সম্পৃক্ত; এছাড়াও প্রভাব বা অনুভূতিতে অত্যন্ত তীব্র বা চরম হতে পারে।
-
বাংলা অর্থ: গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
সমার্থক শব্দ:
-
Deep (গভীর; অগাধ)
-
Intense (তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র)
-
Insightful (অন্তর্দৃষ্টিসম্পন্ন; গভীর বোঝাপড়া)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Shallow (অগভীর; গাধ; চেটালো)
-
Superficial (উপরিতলস্পর্শী; ভাসা-ভাসা; উপর-উপর; অগভীর)
-
Mild (নরম; শান্তপ্রকৃতির; কোমল; মৃদু বা লঘু)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recalcitrant (Adjective):
-
ইংরেজি অর্থ: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control।
-
বাংলা অর্থ: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
-
-
Relinquish (Verb):
-
ইংরেজি অর্থ: To give up something such as a responsibility or claim।
-
বাংলা অর্থ: ছেড়ে দেওয়া; ত্যাগ করা।
-
-
Resolute (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Determined in character, action, or ideas।
-
বাংলা অর্থ: দৃঢ়সংকল্প।
-

0
Updated: 2 days ago