Select the word most similar in meaning to “Obdurate”:
A
Stubborn
B
Flexible
C
Timid
D
Generous
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ক) Stubborn. Obdurate। এই শব্দটির বাংলা অর্থ একগুঁয়ে বা অনমনীয়। ইংরেজিতে এটি বোঝায় নিজের মতামত বা কাজ পরিবর্তন করতে অস্বীকৃতি জানানো এবং একগুঁয়েভাবে অবস্থানে অটল থাকা।
-
Correct Answer: ক) Stubborn. Obdurate
-
Bangla Meaning: একগুঁয়ে, অনমনীয়
-
English Meaning: Refusing to change one’s opinion or course of action; stubborn
-
"Obdurate" সরাসরি stubborn এবং পরিবর্তনে প্রতিরোধী বোঝায়
-
-
অন্যান্য অপশন:
-
ক) Stubborn
-
Bangla Meaning: একগুঁয়ে
-
English Meaning: Unwilling to change attitude or position despite persuasion
-
-
খ) Flexible
-
Bangla Meaning: নমনীয়
-
English Meaning: Able to change or adapt easily
-
-
গ) Timid
-
Bangla Meaning: ভীরু
-
English Meaning: Showing a lack of courage or confidence
-
-
ঘ) Generous
-
Bangla Meaning: উদার
-
English Meaning: Willing to give and share freely
-
-
ঙ) Apologetic
-
Bangla Meaning: ক্ষমাপ্রার্থী
-
English Meaning: Showing regret or sorrow for wrongdoing
-
-

0
Updated: 16 hours ago
In each of the following questions, out of the given alternative, choose the one that best expresses the meaning of the given word : Sporadic-
Created: 1 month ago
A
Consistent
B
Uniform
C
Frequent
D
Scattered
Sporadic (adjective)
English Meaning: কোনো কিছু নির্দিষ্ট ধারা বা নিয়মে না হয়ে মাঝে মাঝে বা এখানে-ওখানে ঘটছে; একটানা নয়; ছড়ানো। যেমন: sporadic firing (বিক্ষিপ্ত গুলি চালানো)।
Bangla Meaning: মাঝে মাঝে ঘটে বা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
Synonyms (সমার্থক শব্দ): Occasional (মাঝে মাঝে), Irregular (অনিয়মিত), Intermittent (থেমে থেমে), Scattered (ছড়িয়ে ছিটিয়ে থাকা)
Antonyms (বিপরীতার্থক শব্দ): Frequent (প্রায়ই ঘটে এমন), Regular (নিয়মিত), Steady (অবিচল), Continuous (একটানা), Uniform (একই ধরণের), Consistent (ধারাবাহিক ও নিয়মিত)
Other Forms:
-
Sporadically (adverb) — বিক্ষিপ্তভাবে।
Example Sentence:
-
Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
BROCHURE means
Created: 2 months ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
The expression 'take into account' means-
Created: 1 month ago
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago