A
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
B
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
C
কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমে থাকা ধূলা
D
কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সার্কিটে ঢিলা কানেকশন
উত্তরের বিবরণ
কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- VIRUS পুরো নাম হলো Vital Information Resources under Seize.
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কয়েকটি ভাইরাসের নাম হলো ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 weeks ago