নিচের কোনটি প্যারা চৌম্বক পদার্থের উদাহরণ? 


A

নিকেল


B

পানি


C

অক্সিজেন


D

হাইড্রোজেন


উত্তরের বিবরণ

img

চৌম্বকত্বের ধরন অনুযায়ী পদার্থকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—প্যারা চৌম্বক, ডায়া চৌম্বক এবং ফেরো চৌম্বক পদার্থ। এরা বহিঃচৌম্বক ক্ষেত্রের প্রভাবে ভিন্ন ভিন্ন আচরণ করে।

প্যারা চৌম্বকত্ব:

  • যে পদার্থগুলোকে চৌম্বক ক্ষেত্রে রাখলে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং তারা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায়, তাদেরকে প্যারা চৌম্বক পদার্থ বলে।

  • উদাহরণ: অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, টিন ইত্যাদি।

  • এদের অণু, পরমাণু বা আয়নের মধ্যে স্থায়ী চৌম্বক দ্বিপোল মোমেন্ট থাকে।

  • প্রতিটি দ্বিপোল স্বাধীনভাবে কাজ করে।

  • কিন্তু সাধারণ তাপমাত্রায় তাপজনিত কম্পনের কারণে এগুলো এলোমেলোভাবে অবস্থান করে, ফলে একদিকে নীট চুম্বকায়ণ দেখা যায় না।

ডায়া চৌম্বকত্ব:

  • যে পদার্থগুলোকে চৌম্বক ক্ষেত্রে রাখলে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় কিন্তু তারা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায়, তাদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে।

  • উদাহরণ: হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ ইত্যাদি।

  • এদের মধ্যে সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয়।

ফেরো চৌম্বকত্ব:

  • যে পদার্থগুলোকে চৌম্বক ক্ষেত্রে রাখলে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে একই দিকে হয়, তাদেরকে ফেরো চৌম্বক পদার্থ বলে।

  • উদাহরণ: লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।

উৎস: 

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

পারমাণবিক সংখ্যা কী নির্দেশ করে? 


Created: 1 month ago

A

ইলেকট্রনের সংখ্যা


B

নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা


C

পরমাণুর ভর


D

নিউট্রনের সংখ্যা


Unfavorite

0

Updated: 1 month ago

নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়?


Created: 1 month ago

A

শব্দ তরঙ্গ


B

বেতার তরঙ্গ


C

আলোক তরঙ্গ


D

পানির তরঙ্গ


Unfavorite

0

Updated: 1 month ago

খর পানিতে উত্তম ফেনা তৈরি করে কোনটি? 


Created: 1 month ago

A

এসিড 


B

সাবান 


C

ইমালশান 


D

ডিটারজেন্ট  


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD