শরীরের ভিতরের কোনো ক্ষতের অবস্থান নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়?
A
রঞ্জন রশ্মি
B
আলফা রশ্মি
C
গামা রশ্মি
D
বিটা রশ্মি
উত্তরের বিবরণ
এক্স-রে বা রঞ্জন রশ্মি হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যার ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এটি জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন ১৮৯৫ সালে আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য তিনি ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার (পদার্থবিজ্ঞান) লাভ করেন।
-
এক্স-রে হলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
-
এর রয়েছে উচ্চ ভেদন ক্ষমতা।
এক্স-রের ব্যবহার:
-
হীরক সনাক্তকরণে ব্যবহার করা হয়।
-
স্থানচ্যুত হাড়, হাড়ের দাগ বা ফাটল শনাক্তকরণে অত্যন্ত কার্যকর।
-
শরীরের ভেতরের কোনো বিদেশি বস্তু বা ফুসফুসে ক্ষতের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়।
-
গোয়েন্দা বিভাগে কাঠের বাক্স বা চামড়ার থলির ভেতরে বিস্ফোরক জাতীয় পদার্থ খুঁজে বের করতে ব্যবহার করা হয়।
উৎস:

0
Updated: 16 hours ago
ট্রান্সফরমার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
Created: 15 hours ago
A
বৈদ্যুতিক বিভব নীতি
B
নিউটনের গতি সূত্র নীতি
C
হিট ট্রান্সফার নীতি
D
তাড়িতচৌম্বক আবেশ নীতি
ট্রান্সফরমার হলো একটি তড়িৎ যন্ত্র যা পর্যাবৃত্ত তাড়িতচৌম্বক আবেশের (alternating electromagnetic induction) মাধ্যমে কাজ করে।
-
ট্রান্সফরমারে দুটি কুণ্ডলী থাকে, যেগুলো একটি আয়তাকার লোহার কোরের উপর সারিবদ্ধভাবে জড়ানো থাকে যাতে বেশি পরিমাণ চৌম্বক বলের রেখা তৈরি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ চলে, যার ফলে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি সৃষ্টি হয়।
-
ট্রান্সফরমারের মূল কাজ হলো উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা, তবে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায়।
-
বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
-
সংক্ষেপে, যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলা হয়।
-
ট্রান্সফরমারের দুই প্রধান ধরন:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার
উৎস:

0
Updated: 15 hours ago
নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
Created: 16 hours ago
A
Ra
B
Th
C
Na
D
Rn
Na (সোডিয়াম) কোনো তেজস্ক্রিয় পদার্থ নয়। তেজস্ক্রিয় পদার্থ হলো এমন সব উপাদান যাদের ভারী নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে বিশেষ ধরনের বিকিরণ বা নিঃসরণ করে। এ প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলা হয়।
-
তেজস্ক্রিয়তা ১৮৯৬ খ্রিস্টাব্দে হেনরি বেকারেল আবিষ্কার করেন।
-
এর SI একক হলো বেকেরেল (Bq), যা আবিষ্কারকের নামানুসারে নির্ধারিত।
-
সাধারণ তেজস্ক্রিয় পদার্থ হলো রেডন (Rn), রেডিয়াম (Ra), থোরিয়াম (Th), ইউরেনিয়াম (U) ইত্যাদি।
-
উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা গাছপালা ধ্বংস করে এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে প্রাণীদেহে প্রবেশ করে ভয়াবহ রোগ সৃষ্টি করতে পারে।
উৎস:

0
Updated: 16 hours ago
নিচের কোনটি জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা?
Created: 1 day ago
A
সিগফ্রিড লাইন
B
লাইন অব কন্ট্রোল
C
ম্যানারহেইম রেখা
D
হিনডেন বার্গ লাইন
ঠিক আছে, তথ্যটি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। সংক্ষেপে:
সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা।
কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা:
-
ম্যাকমোহন লাইন: ভারত ও চীন
-
র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান
-
লাইন অব কন্ট্রোল (LOC): ভারত ও পাকিস্তান
-
ম্যাগিনট লাইন: জার্মানি ও ফ্রান্স
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
সিগফ্রেড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিনডেনবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ড
উৎস:

0
Updated: 1 day ago