নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
A
Ra
B
Th
C
Na
D
Rn
উত্তরের বিবরণ
Na (সোডিয়াম) কোনো তেজস্ক্রিয় পদার্থ নয়। তেজস্ক্রিয় পদার্থ হলো এমন সব উপাদান যাদের ভারী নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে বিশেষ ধরনের বিকিরণ বা নিঃসরণ করে। এ প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলা হয়।
-
তেজস্ক্রিয়তা ১৮৯৬ খ্রিস্টাব্দে হেনরি বেকারেল আবিষ্কার করেন।
-
এর SI একক হলো বেকেরেল (Bq), যা আবিষ্কারকের নামানুসারে নির্ধারিত।
-
সাধারণ তেজস্ক্রিয় পদার্থ হলো রেডন (Rn), রেডিয়াম (Ra), থোরিয়াম (Th), ইউরেনিয়াম (U) ইত্যাদি।
-
উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা গাছপালা ধ্বংস করে এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে প্রাণীদেহে প্রবেশ করে ভয়াবহ রোগ সৃষ্টি করতে পারে।
উৎস:

0
Updated: 16 hours ago
অপটিক্যাল ফাইবারের অভ্যন্তরীণ অংশকে কী বলা হয়?
Created: 16 hours ago
A
ক্ল্যাড
B
শেল
C
কোর
D
রিফ্লেক্টর
অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু কাচের তন্তু যা বর্তমানের যোগাযোগ ব্যবস্থায় বৈদ্যুতিক তারের পরিবর্তে ব্যবহার করা হয়। আগে যেখানে তথ্য বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে প্রেরণ করা হতো, সেখানে এখন আলোর সংকেত ব্যবহার করা হয়। মুক্ত অবস্থায় আলো সরলরেখায় চলে, কিন্তু ফাইবারের ভিতরে আলো আটকা পড়ে থাকে, তাই ফাইবারকে ঘুরিয়ে বা পেঁচিয়ে যেকোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব।
-
অপটিক্যাল ফাইবারের ভেতরের অংশকে কোর (core) এবং বাইরের অংশকে ক্ল্যাড (clad) বলা হয়।
-
উভয় অংশই একই কাচের তৈরি হলেও কোরের প্রতিসরণাঙ্ক ক্ল্যাডের চেয়ে বেশি।
-
এ কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলো কোরের মধ্যে আটকা পড়ে বহু দূর পর্যন্ত যাওয়া সম্ভব হয়।
-
আলোর শোষণ ফাইবারে খুবই কম হওয়ায় আলো শত শত কিলোমিটার দূরে প্রেরণ করা যায়।
-
দৃশ্যমান আলোতে শোষণ বেশি হওয়ায় ফাইবারে সাধারণত লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়।
উৎস:

0
Updated: 16 hours ago
কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
Created: 16 hours ago
A
কম্পনের তরঙ্গ
B
আলোর তরঙ্গ
C
শব্দ তরঙ্গ
D
পানি তরঙ্গ
তরঙ্গ (Waves) হলো কোনো রাশির মানের বিচ্যুতি বা আন্দোলন যা সময়ের সঙ্গে স্থানান্তরিত হয়। একটি একক আন্দোলনও তরঙ্গ তৈরি করতে পারে, এবং একাধিক আন্দোলনের পুনরাবৃত্তিতে তরঙ্গদল (Wavetrain) সৃষ্টি হয়। সাধারণত 'তরঙ্গ' বলতে এই পর্যাবৃত্ত তরঙ্গদলকেই বোঝানো হয়। তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়—যেসব জন্য মাধ্যমের প্রয়োজন এবং যেসব জন্য মাধ্যমের প্রয়োজন হয় না।
যান্ত্রিক তরঙ্গ (Mechanical Wave):
-
যেসব তরঙ্গ চলার জন্য বায়ু, তরল বা কঠিন কোনো মাধ্যমের প্রয়োজন হয়, সেগুলো যান্ত্রিক তরঙ্গ।
-
এ ধরনের তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো সরাসরি অংশগ্রহণ করে।
-
উদাহরণ:
-
পুকুরে ঢিল ফেলে সৃষ্টি হওয়া জল তরঙ্গ।
-
সুর-শলাকার কম্পন থেকে সৃষ্ট শব্দ তরঙ্গ, যা বায়ু বা অন্য মাধ্যমের মাধ্যমে সঞ্চালিত হয়।
-
তড়িৎচুম্বকীয় তরঙ্গ (Electromagnetic Wave):
-
বৈদ্যুতিক ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে সঞ্চালিত এই তরঙ্গ।
-
এ ধরনের তরঙ্গ চলতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।
-
উদাহরণ: আলোর তরঙ্গ, গামা রশ্মি, মাইক্রোওয়েভ ইত্যাদি।
উৎস:

0
Updated: 16 hours ago
বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ-
Created: 1 day ago
A
ভিক্টোরিয়া হ্রদ
B
টাঙ্গানিকা হ্রদ
C
বৈকাল হ্রদ
D
গ্রেট বিয়ার হ্রদ
টাঙ্গানিকা হ্রদ
টাঙ্গানিকা হ্রদ বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ। এটি আফ্রিকার বুরুন্ডি, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, তানজানিয়া ও জাম্বিয়া—এই চার দেশের মধ্যে বিস্তৃত। হ্রদটির মোট এলাকা ৩২,৯০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গভীর হ্রদ, যার গভীরতা ১,৪৭০ মিটার (৪,৮২২ ফুট)।
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
-
বৈকাল হ্রদ: বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
উৎস:

0
Updated: 1 day ago