শব্দ তরঙ্গের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? 


A

কঠিন


B

তরল


C

শূন্য


D

বায়ুবীয় 


উত্তরের বিবরণ

img

শব্দ তরঙ্গ হলো এমন এক প্রকার তরঙ্গ যা সৃষ্টি, সঞ্চালন এবং গ্রহণের জন্য উৎস, মাধ্যম ও রিসিভারের প্রয়োজন হয়। মানুষের ক্ষেত্রে শব্দ তৈরি হয় মূলত ফুসফুস থেকে বের হওয়া বাতাস গলার ভেতর দিয়ে যাওয়ার সময় স্বরযন্ত্রে (Larynx) কম্পন ঘটানোর মাধ্যমে। স্বরযন্ত্রে দুটি ভোকাল কর্ড (Vocal Cord) থাকে, যেগুলো ভালভের মতো কাজ করে। বাতাস বের হওয়ার সময় এগুলো কাঁপলে শব্দ তৈরি হয়। বয়সের কারণে পুরুষের ভোকাল কর্ড শক্ত হয়ে যায় আর নারীর ভোকাল কর্ড তুলনামূলক কোমল থাকে। এজন্য পুরুষরা কম কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে, ফলে তাদের স্বর মোটা হয়; অন্যদিকে নারীরা উচ্চ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে, ফলে তাদের স্বর তীক্ষ্ণ শোনায়।

শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য:

  • শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ বস্তুকণার কম্পনের ফলে এটি সৃষ্টি হয় এবং সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়।

  • শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গের সঞ্চালনের দিক এবং মাধ্যমের কণার কম্পনের দিক এক।

  • শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে

  • বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, তরলে এর বেগ বেশি এবং কঠিনে সবচেয়ে বেশি।

  • শব্দের বেগ তাপমাত্রা ও আর্দ্রতার ওপরও নির্ভরশীল

  • শব্দ তরঙ্গের তীব্রতা বিস্তারের (Amplitude) বর্গের সমানুপাতিক। অর্থাৎ বিস্তার যত বেশি, তীব্রতাও তত বেশি হয়; বিস্তার কম হলে তীব্রতাও কম হয়।

  • অন্যান্য তরঙ্গের মতো শব্দ তরঙ্গও প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন ঘটাতে সক্ষম।

উৎস: 

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

এক্স-রের কোন বৈশিষ্ট্য সঠিক? 


Created: 1 month ago

A

এক্স-রে সরল পথে গমন করে


B

এক্স-রে আলোর চেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য ধারণ করে


C

এক্স-রে বিক্ষিপ্ত হয় তড়িৎ ক্ষেত্র দ্বারা


D

এক্স-রে গ্যাসের মধ্য দিয়ে গমনকালে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না


Unfavorite

0

Updated: 1 month ago

  তেঁতুলে কোন জৈব এসিড বিদ্যমান?


Created: 1 month ago

A

টারটারিক এসিড 


B

ল্যাকটিক এসিড 


C

কার্বনিক এসিড 


D

ইথানোয়িক এসিড 


Unfavorite

0

Updated: 1 month ago

নিচের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়?


Created: 1 month ago

A

শব্দ তরঙ্গ


B

বেতার তরঙ্গ


C

আলোক তরঙ্গ


D

পানির তরঙ্গ


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD