খানা আয় ও ব্যয় জরিপ চূড়ান্ত প্রতিবেদন-২০২২ অনুযায়ী, শহরে উচ্চ দারিদ্র্যের হার কত শতাংশ?
A
১৪.৭%
B
১৭.৭%
C
২১.৭%
D
২৩.৭%
উত্তরের বিবরণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের চূড়ান্ত প্রতিবেদন ২০২৩ সালের ২৭ ডিসেম্বর প্রকাশ করেছে। এই প্রতিবেদনে দেশের গড় আয়, ব্যয়, ক্যালোরি গ্রহণ, সাক্ষরতার হার ও দারিদ্র্যের স্তরসহ গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সূচক তুলে ধরা হয়েছে। তথ্য পরিবর্তনশীল হতে পারে, তাই সর্বশেষ আপডেট জানতে Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা নির্ভরযোগ্য সংবাদপত্র থেকে তথ্য যাচাই করা উচিত।
-
জনপ্রতি দৈনিক ক্যালোরি গ্রহণ: ২,৩৯৩ কিলোক্যালোরি
-
খানাপ্রতি মাসিক গড় আয়: ৩২,৪২২ টাকা
-
শহর: ৪৫,৭৫৭ টাকা
-
গ্রাম: ২৬,১৬৩ টাকা
-
-
সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব): ৭৪%
-
পুরুষ: ৭৫.৮%
-
নারী: ৭২.৬%
-
-
উচ্চ দারিদ্র্যের হার: ১৮.৭%
-
শহর: ১৪.৭%
-
গ্রাম: ২০.৫%
-
-
নিম্ন দারিদ্র্যের হার: ৫.৬%
-
শহর: ৩.৮%
-
গ্রাম: ৬.৫%
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাটের হার কত?
Created: 1 month ago
A
১২%
B
৭.৫%
C
১৩%
D
১৫%
Value Added Tax (VAT) বা মূল্য সংযোজন কর:
-
প্রথম চালু: ১ জুলাই ১৯৯১
-
ধরণ: পরোক্ষ কর
-
রাজস্ব অবদান: সরকারের সর্বোচ্চ রাজস্ব উৎস
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব উৎস: আয়কর
-
বর্তমান ভ্যাট স্তর: ৫%, ৭.৫%, ১০%, ১৫%
-
সর্বোচ্চ হার: ১৫%
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকাররের রাজস্বের প্রধান উৎস-
Created: 1 month ago
A
রেমিটেন্স
B
কর রাজস্ব
C
বৈদেশিক বানিজ্য
D
চামড়া শিল্প
বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো সেই সমস্ত উৎস যেখান থেকে সরকার তার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করে। এই আয়ের উৎস প্রধানত দুটি ভাগে বিভক্ত: কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব, যার মধ্যে কর রাজস্ব সরকারের প্রধান রাজস্ব উৎস।
-
কর রাজস্বের প্রধান উৎস:
-
আয় ও মুনাফা কর
-
আমদানি শুল্ক
-
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
আবগারি শুল্ক
-
সম্পূরক শুল্ক
-
যানবাহন কর
-
ভূমি রাজস্ব
-
0
Updated: 1 month ago
বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা কত? [সেপ্টেম্বর- ২০২৫]
Created: 1 month ago
A
৪,৭৫,০০০ টাকা
B
৪,৫০,০০০ টাকা
C
৪,০০,০০০ টাকা
D
৫,০০,০০০ টাকা
করমুক্ত আয় সীমা (বর্তমান):
বর্তমানে ব্যক্তিগত আয়ের কর নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণির করমুক্ত আয় সীমা নির্ধারিত হয়েছে।
-
সাধারণ ব্যক্তি: ৩,৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
[নোট: এই তথ্য পরিবর্তনশীল। সর্বশেষ আপডেটের জন্য সরকারি ঘোষণা, নিউজ বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
0
Updated: 1 month ago