কোন পর্যটক বাংলাকে 'প্রাচুর্যপূর্ণ নরক' বলে অভিহিত করেন?
A
ফ্রাঁসোয়া বার্নিয়ার
B
ইবনে বতুতা
C
ফা হিয়েন
D
হিউয়েন সাং
উত্তরের বিবরণ
ইবনে বতুতা ছিলেন মরক্কোর বিখ্যাত পর্যটক। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমণকাহিনীতে উল্লেখ করেছেন; এটি ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনীর দর্শন লাভ।
-
ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে ২১ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
-
এরপর তিনি ভারতে আসেন এবং ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে পৌঁছে সুলতান মুহম্মদ বিন তুঘলকের অধীনে দীর্ঘ প্রায় আট বছর কাজীর পদে নিয়োজিত ছিলেন।
বাংলায় সফর:
-
ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকালে বাংলায় আসেন।
-
বাংলার যে শহরে প্রথম পৌঁছান (৯ জুলাই ১৩৪৬) তার নাম সাদকাঁও (চাটগাঁও)। সেখান থেকে তিনি সরাসরি কামরূপ পার্বত্য অঞ্চল অভিমুখে রওনা হন।
-
তিনি বাংলায় ভ্রমণের এক মূল্যবান বিবরণ লিপিবদ্ধ করেন, যা বাংলার প্রাকৃতিক দৃশ্য, অধিবাসীদের জীবনযাপন ও দেশের সমৃদ্ধি বর্ণনা করে।
-
তার গ্রন্থ **‘আর রিহলা’**তে বাংলাকে তিনি ‘দোজখ-ই-পুর নিয়ামত’ (A Hell Full Of Good Things) অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক হিসেবে অভিহিত করেছেন।
-
ইবনে বতুতা সিলেটের প্রখ্যাত সাধক হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করেন এবং পরে চীনের রাজদরবার গমনের উদ্দেশ্যে বাংলা ত্যাগ করেন।
উৎস:

0
Updated: 19 hours ago
আইনের প্রাচীনতম উৎস কোনটি?
Created: 2 weeks ago
A
ধর্ম
B
আইনসভা
C
প্রথা
D
বিচারকের রায়
-
রাষ্ট্র ও আইনসভা প্রতিষ্ঠার বহু আগে থেকেই সমাজে প্রথা বিদ্যমান ছিল। মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দীর্ঘদিন ধরে পালিত হতে হতে প্রথাভিত্তিক আইনে পরিণত হয়। তাই প্রথাই আইনের প্রাচীনতম উৎস।
আইন:
-
ফার্সি ভাষায় "আইন" শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
-
সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানকেই আইন বলা হয়।
-
মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে, সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।
-
আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়েছে।
-
আইনের উৎসসমূহ হলো: প্রথা বা রীতিনীতি, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।
-
আইনের অন্যতম প্রাচীন উৎস হলো প্রথা।
-
প্রাচীনকাল থেকে সমাজে অধিকাংশ মানুষের দ্বারা সমর্থিত, স্বীকৃত ও পালিত আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাসকেই প্রথা বলা হয়।
-
প্রাচীনকালে কোনো লিখিত আইনের অস্তিত্ব ছিল না।
-
তখন মানুষের আচরণ প্রথা, অভ্যাস ও রীতি-নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
-
কালক্রমে অনেক প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা লাভ করে।
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 weeks ago
তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাকালে সাধারণ সম্পাদক ছিলেন —
Created: 6 days ago
A
অধ্যাপক এ.এস.এম. নূরুল হক ভূঁইয়া
B
অধ্যাপক আবুল কাশেম
C
দেওয়ান মোহাম্মদ আজরফ
D
হাসান ইকবাল
তমদ্দুন মজলিশ হলো একটি ইসলামী আদর্শাশ্রয়ী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, যা দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার উদ্দেশ্যে গঠিত হয়।
-
সংগঠনটি ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠা: ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম-এর উদ্যোগে
-
প্রারম্ভিক নাম: পাকিস্তান তমদ্দুন মজলিশ
-
প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন: দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
-
প্রফেসর আবুল কাশেম ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
-
দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯৪৯ সালে মজলিশের সভাপতি নির্বাচিত হন।
সূত্র:

0
Updated: 6 days ago
বাংলায় স্বাধীন নবাবী শাসনের প্রতিষ্ঠাতা কে?
Created: 6 days ago
A
আলীবর্দী খান
B
সিরাজ-উদ-দৌলা
C
মুর্শিদকুলী খান
D
সুজাউদ্দিন খান
বাংলায় নবাবী শাসনের সূচনা মুর্শিদকুলী খানের মাধ্যমে হয় এবং তিনি বঙ্গের নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন।
বাংলায় নবাবী শাসন:
-
মুর্শিদকুলী খান ছিলেন মুঘল সম্রাট কর্তৃক নিযুক্ত বাংলার শেষ সুবাদা।
-
সম্রাট আওরঙ্গজেবের পরে দিল্লির দুর্বল শাসনের কারণে বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন।
-
মোগল আমলের এই সময়কালকে নবাবী আমল বলা হয়।
-
নবাবদের শাসনকাল প্রায় ৫০ বছর, ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
-
নবাবী শাসনের সূচনাকারী ছিলেন নবাব মুর্শিদকুলী খান।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা।
-
আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক।
-
ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯) ছিলেন বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
সূত্র:

0
Updated: 6 days ago