এলাহাবাদ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
A
ওয়ারেন হেস্টিংস ও সুজাউদ্দৌলা
B
রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলম
C
ওয়ারেন হেস্টিংস ও দ্বিতীয় শাহ আলম
D
রবার্ট ক্লাইভ ও মীর কাশিম
উত্তরের বিবরণ
এলাহাবাদ চুক্তি ও বাংলায় ইংরেজদের ক্ষমতা দখল ১৭৬৫ সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষর করেন রবার্ট ক্লাইভ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে এবং সম্রাটকে কোম্পানি প্রতি বছর ২৬ লক্ষ টাকা প্রদান করার প্রতিশ্রুতি দেন। চুক্তি অনুসারে রাজস্ব আদায় ও দেশ রক্ষার দায়িত্ব কোম্পানির ওপর থাকলেও, নিয়ামত তথা বিচার ও প্রশাসন বিভাগের দায়িত্ব নবাবের ওপর ন্যস্ত হয়।
-
বক্সার যুদ্ধের পর, কোম্পানির কর্মচারীদের মধ্যে দুর্নীতি ও বিশৃঙ্খলা বেড়ে যায় এবং বাংলার রাজনৈতিক পরিবেশ খারাপ হয়। ইংরেজ সরকার এ পরিস্থিতিতে ভীত হয়।
-
ইংল্যান্ডের কর্তৃপক্ষ কোম্পানির দুর্নীতি দমন এবং স্বার্থ বৃদ্ধি করার জন্য রবার্ট ক্লাইভকে লর্ড উপাধি দিয়ে দ্বিতীয়বার বাংলায় প্রেরণ করে (১৭৬৫-১৭৬৭ খ্রি.)।
-
বাংলায় এসে ক্লাইভ মীর কাশিমের মিত্রশক্তি, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের প্রতি নজর দেন।
-
বক্সার যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ৫০ লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ জেলা নবাবের কাছে নিয়ে মিত্রতা স্থাপন করেন।
-
এরপর ক্লাইভ দিল্লির দুর্বল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে সন্ধি স্থাপন করেন।
-
চুক্তির বিনিময়ে, কারা ও এলাহাবাদ জেলা এবং বাৎসরিক ২৬ লক্ষ টাকা কর প্রদান করে বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি সম্রাটের নিকট থেকে কোম্পানির হাতে আসে (১২ আগস্ট ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিউয়ানি সনদ লাভ করে)।
-
এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলা ও ভারতবর্ষে ইংরেজ উপনিবেশের পথ উন্মুক্ত হয়।
উৎস:

0
Updated: 19 hours ago
'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা ছিলেন -
Created: 3 days ago
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার বিকাশে গ্রাম সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ধারণা প্রবর্তন করেন, যার লক্ষ্য ছিল গ্রামীণ জনগণকে স্বনির্ভর করে তাদের উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা।
-
গ্রাম সরকার ব্যবস্থার প্রবক্তা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
-
তিনি ব্রিটিশ আমলের চৌকিদার মডেলের ভিত্তিতে গ্রাম পুলিশ গঠন করেন।
-
গ্রামে গ্রামে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহা দেখে ‘স্বনির্ভর গ্রাম সরকার’ গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই ব্যবস্থায় জনগণ নিজেরাই তাদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করত।
-
গ্রাম সরকারে মোট ১৪ জন সদস্য থাকতেন, এর মধ্যে ৬ জন নারী সদস্য ছিলেন।
-
পরবর্তীতে ১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন, যা স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন কাঠামো তৈরি করে।

0
Updated: 3 days ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান রয়েছে?
Created: 3 days ago
A
১৪১নং অনুচ্ছেদে
B
১৪৪নং অনুচ্ছেদে
C
১৪২নং অনুচ্ছেদে
D
১৪৩নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে যে সংসদ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানের যেকোনো বিধান সংশোধন, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিত করতে পারে। তবে এই সংশোধনী প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট শর্ত কঠোরভাবে মানতে হয়।
তথ্যগুলো হলো:
-
সংশোধনী বিলের শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে এটি সংবিধানের কোনো নির্দিষ্ট বিধান সংশোধনের উদ্দেশ্যে আনা হয়েছে। অন্যথায় তা বিবেচনার জন্য গ্রহণযোগ্য হবে না।
-
সংসদের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ ভোটে বিলটি পাস হতে হবে। এর আগে রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য বিল উপস্থাপন করা যাবে না।
-
সংসদ কর্তৃক উল্লিখিত সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে গৃহীত হওয়ার পর বিলটি রাষ্ট্রপতির নিকট পাঠানো হলে, তিনি সাত দিনের মধ্যে সম্মতি দিতে বাধ্য থাকবেন। তিনি যদি তা না-ও দেন, তবে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধরে নেওয়া হবে যে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।
অন্য অনুচ্ছেদে সম্পর্কিত আরও কিছু বিষয় উল্লেখ আছে:
-
১৪১ নং অনুচ্ছেদে জরুরি অবস্থা সংক্রান্ত বিধানাবলী রয়েছে।
-
১৪৩ নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সম্পত্তি বিষয়ক বিধান উল্লেখ আছে।
-
১৪৪ নং অনুচ্ছেদে সম্পত্তি ও কারবার সম্পর্কিত নির্বাহী কর্তৃত্বের বিষয় বলা হয়েছে।

0
Updated: 3 days ago
বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন কে?
Created: 3 days ago
A
মাওলানা আঁকরাম খাঁ
B
মুহম্মদ এনামুল হক
C
অধ্যাপক মোহাম্মদ আজম
D
প্রফেসর মযহারুল ইসলাম
বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, বিকাশ ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান, যা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল।
-
বাংলা একাডেমি ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে ঢাকার বর্ধমান হাউসে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠানটি বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
-
বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন মুহম্মদ এনামুল হক, যিনি ১৯৫৬ সালের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।
-
এর প্রথম মহাপরিচালক ছিলেন প্রফেসর মযহারুল ইসলাম।
-
বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আঁকরাম খাঁ।
-
বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

0
Updated: 3 days ago