দেবপর্বত বর্তমান কোন জেলায় অবস্থিত?
A
নওগাঁয়
B
কুমিল্লায়
C
বগুড়ায়
D
নাটোরে
উত্তরের বিবরণ
দেবপর্বত বর্তমানে কুমিল্লা জেলার বরকামতা এলাকায় অবস্থিত এবং এটি মূলত সমতট রাজ্যের রাজধানী ছিল। দেব রাজবংশের শাসনামলে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
-
দেবপর্বত সমতটের একটি প্রাচীন নগরী, যা কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় অবস্থিত।
-
সমতটের পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত তৃতীয় এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
-
রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ার পূর্বেই এটি তীর্থস্থান এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
সমতট:
-
দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদ।
-
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ এবং বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতট নামে পরিচিত ছিল।
-
মেঘনা নদীর পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে সমতটের অবস্থান।
-
৭ম শতকে রাজা রাজভট্টের অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।
উৎস:

0
Updated: 19 hours ago
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
Created: 3 days ago
A
পঞ্চম সংশোধনী
B
অষ্টম সংশোধনী
C
সপ্তম সংশোধনী
D
ষষ্ঠ সংশোধনী
অষ্টম সংশোধনী – ১৯৮৮
-
পাসের তারিখ: ৭ জুন ১৯৮৮
-
উদ্দেশ্য: সংবিধানের কিছু অনুচ্ছেদ সংশোধন করা
মূল পরিবর্তনসমূহ:
-
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা: সংবিধানের অনুচ্ছেদ ২-এ পরিবর্তন আনা হয়।
-
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ: ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়।
-
রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত বিদেশী খেতাব গ্রহণ নিষিদ্ধ: সংবিধানের অনুচ্ছেদ ৩০ সংশোধন করা হয়।
-
অন্যান্য সংশোধন: অনুচ্ছেদ ৩, ৫ ও ১০০-এ সংশোধনী আনা হয়।
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ ১০০-এর সংশোধনকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ এটি সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করেছিল।
-

0
Updated: 3 days ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুয়ায়ী, দেশে মোট সাক্ষরতার হার কত?
Created: 1 week ago
A
৭৬.৪৪%
B
৭৬.৮৪%
C
৭৪.৬৪%
D
৭৪.৮০%
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
-
পুরুষ-নারী অনুপাত: পুরুষ ৯৯.০৮ : নারী ১০০.৯০
-
সাক্ষরতার হার (সর্বমোট): ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
সাক্ষরতার হারের ভৌগোলিক বৈচিত্র্য
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (বিভাগ): ঢাকা বিভাগ
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (বিভাগ): ময়মনসিংহ বিভাগ
-
সবচেয়ে বেশি সাক্ষরতার হার (জেলা): পিরোজপুর জেলা
-
সবচেয়ে কম সাক্ষরতার হার (জেলা): জামালপুর জেলা
উৎস: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২

0
Updated: 1 week ago
'শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন'- উক্তিটি করেন কে?
Created: 2 weeks ago
A
বেনথাম
B
সক্রেটিস
C
প্লেটো
D
এরিস্টটল
-
প্লেটোর মতে, শাসক যদি মহৎ গুণে সমৃদ্ধ হয় তবে আইন অপ্রয়োজনীয়, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তবে আইন কার্যকর হয় না।
-
মহৎ গুণসম্পন্ন শাসকের জন্য আইন প্রয়োজন হয় না।
-
তাদের মূল চালিকাশক্তি হবে প্রজ্ঞা ও মুক্তি।
-
এ অবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনাপ্রসূতভাবে শাসন পরিচালনা করবেন।
-
তাদের ওপর কোনো আইনের বাধ্যবাধকতা থাকবে না।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-২: রাষ্ট্রচিন্তা, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago