লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে?
A
আজম শাহ
B
বাহাদুর শাহ
C
শায়েস্তা খান
D
সম্রাট আওরঙ্গজেব
উত্তরের বিবরণ
লালবাগ কেল্লা, যা কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ নামে পরিচিত, ঢাকায় মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ কর্তৃক ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে নির্মাণ কাজ শুরু হয়। দুর্গের নকশা করেন শাহ আজম।
-
আজম শাহ মাত্র এক বছরের মধ্যে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। তখন একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের কাজ থেমে যায়।
-
১৬৮০ সালে নবাব শায়েস্তা খাঁ ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
-
শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর, ১৬৮৪ খ্রিস্টাব্দে দুর্গের নির্মাণ স্থগিত করা হয়।
-
পরী বিবিকে দরবার হল ও মসজিদের মাঝখানে সমাহিত করা হয়।
-
১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আधा-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে।
-
এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে।
-
১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়।
-
এটি মোগল আমলের একটি চমৎকার নিদর্শন।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশে বসবাসরত কোন নৃগোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে?
Created: 1 month ago
A
চাকমা
B
মারমা
C
গারো
D
সাঁওতাল
গারো নৃগোষ্ঠী বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরা মূলত উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বসবাস করে, পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যেও তাদের বসতি রয়েছে। নৃ-বৈজ্ঞানিক দিক থেকে তারা মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার অন্তর্ভুক্ত।
-
বসবাস: টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর।
-
ঘনবসতিপূর্ণ এলাকা: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা; শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী; টাঙ্গাইলের মধুপুর।
-
নৃ-বিজ্ঞান অনুযায়ী: মঙ্গোলীয় জাতির তিব্বতি-বর্মী শাখার বোড়ো উপশাখা।
-
সমাজব্যবস্থা: মাতৃতান্ত্রিক।
-
উত্তরাধিকারী কন্যা: নক্না।
-
আত্মপরিচয়: আচিক্ মান্দে।
-
প্রধান গোত্র: সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম (ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক সম্প্রদায়)।
-
প্রধান উৎসব: ওয়ানগালা (ধান কাটার উৎসব, ফসল উৎসব)।
-
তুলনামূলকভাবে: চাকমা, মারমা ও সাঁওতাল সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক।
আদি ইতিহাস
-
আদি বাসভূমি ছিল চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ।
-
পরবর্তীতে তারা তিব্বত, ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশে বিস্তার লাভ করে।
-
প্রায় ৪ থেকে ৪.৫ হাজার বছর আগে গারো পাহাড়ে বসতি স্থাপন করে।
-
সর্বশেষ তারা ময়মনসিংহ অঞ্চলে এসে আশ্রয় নেয় এবং সেখানে ক্ষুদ্র সামন্তরাজ্য প্রতিষ্ঠা করে।
0
Updated: 1 month ago
‘ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা’ সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ - ১২৪
B
অনুচ্ছেদ - ১২১
C
অনুচ্ছেদ - ১২৩
D
অনুচ্ছেদ - ১২২
বাংলাদেশের সংবিধান ভোটার-তালিকায় নামভুক্তি ও নির্বাচনী যোগ্যতার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের নির্বাচনী অধিকার নিশ্চিত করা হয়।
-
অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
-
সংসদের নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
-
কোন ব্যক্তি ভোটার-তালিকায় অন্তর্ভুক্ত হবেন যদি:
-
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন,
-
(খ) তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হয়,
-
(গ) কোন যোগ্য আদালত তাঁকে অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষণা না করে,
-
(ঘ) তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা সেই এলাকার অধিবাসী বিবেচিত হন,
-
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (দালাল আইন) অনুযায়ী কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
-
অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময় নির্ধারণ।
-
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কিত সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
-
0
Updated: 1 month ago
বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন কে?
Created: 1 month ago
A
মাওলানা আঁকরাম খাঁ
B
মুহম্মদ এনামুল হক
C
অধ্যাপক মোহাম্মদ আজম
D
প্রফেসর মযহারুল ইসলাম
বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, বিকাশ ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠান, যা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছিল।
-
বাংলা একাডেমি ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে ঢাকার বর্ধমান হাউসে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠানটি বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
-
বাংলা একাডেমির প্রথম পরিচালক ছিলেন মুহম্মদ এনামুল হক, যিনি ১৯৫৬ সালের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।
-
এর প্রথম মহাপরিচালক ছিলেন প্রফেসর মযহারুল ইসলাম।
-
বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আঁকরাম খাঁ।
-
বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
0
Updated: 1 month ago