পাল রাজারা প্রায় কত বছর রাজত্ব করেন?
A
পঞ্চাশ বছর
B
একশ বছর
C
দুইশ বছর
D
চারশ বছর
উত্তরের বিবরণ
পাল রাজবংশ প্রাচীন বাংলার অন্যতম বিখ্যাত এবং দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত। বাংলায় প্রায় চারশ বছর রাজত্ব করা এই বংশের প্রতিষ্ঠা এবং পতনের বিবরণ নিম্নরূপ:
-
প্রাচীন বাংলার রাজবংশসমূহের মধ্যে পালবংশ বিশেষভাবে বিখ্যাত।
-
পাল রাজারা প্রায় চারশ বছর রাজত্ব করেন।
-
৭৫৬ খ্রিস্টাব্দে রাজা গোপাল বাংলায় পাল রাজবংশের প্রতিষ্ঠা করেন।
-
অরাজকতাপূর্ণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সামন্তরা গোপালকে ক্ষমতায় বসান।
-
রাজা গোপালের প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে পাল বংশ নামে প্রসিদ্ধ হয়।
-
-
পাল বংশের পতন:
-
রাজা রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের পতন শুরু হয়।
-
অল্পদিনের মধ্যেই পাল রাজবংশ বিলুপ্ত হয় এবং চারশ বছরের পাল শাসন সমাপ্ত হয়।
-
পাল বংশের পতনের পর বাংলায় সেন বংশের উত্থান ঘটে।
-
উৎস:
0
Updated: 1 month ago
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কবে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
২০২৬ সালে
C
২০২৭ সালে
D
২০৩০ সালে
স্বল্পোন্নত দেশের তালিকা (Least Developed Countries - LDC) হলো এমন দেশগুলোর তালিকা, যেগুলো অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল।
তথ্যগুলো হলো:
-
জাতিসংঘ বিশ্বে সব দেশকে উন্নয়নশীল দেশ ও উন্নত দেশ হিসেবে ভাগ করে।
-
উন্নয়নশীল দেশের মধ্যে যেসব দেশ তুলনামূলকভাবে দুর্বল, তাদেরকে স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে তালিকাভুক্ত করা হয়।
-
প্রথম LDC তালিকা তৈরি হয় ১৯৭১ সালে।
-
বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত।
-
বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
-
২০২৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকা থেকে পুরোপুরি বের হবে।
অর্থাৎ, LDC তালিকা হলো তুলনামূলকভাবে দুর্বল দেশের আন্তর্জাতিক স্বীকৃতি, যা দেশের উন্নয়নগত অগ্রগতি মূল্যায়নের একটি মানদণ্ড।
0
Updated: 1 month ago
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Created: 1 month ago
A
নূরুল আমিন
B
খাজা নাজিমুদ্দীন
C
আতাউর রহমান খান
D
এ. কে. ফজলুল হক
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নূরুল আমিন নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার ১৪৪ ধারা জারি করেছিল এবং ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল।
-
ফিরোজ খান নুন ছিলেন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর।
-
পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ।
-
প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমিন।
-
ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম উল্লেখযোগ্য ঘটনা।
-
এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
-
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ পায় ১৯৫২ সালে।
সূত্র:
0
Updated: 1 month ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে -
Created: 1 month ago
A
যারা জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলী সম্পর্কে একমত পোষণ করে।
B
যারা সরকারের নীতি নির্ধারণ করে।
C
যারা সরকারের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে প্রভাবিত করার চেষ্টা করে।
D
যারা রাজনৈতিক একক হিসেবে কাজ করে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংস্থা যা সরকারি নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে। এগুলি সাধারণত কিছু সংখ্যক ব্যক্তি বা সদস্য নিয়ে গঠিত, যারা সাধারণ স্বার্থ বা লক্ষ্য অর্জনের জন্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। অনেকে এই ধরনের গোষ্ঠীকে স্বার্থকামী গোষ্ঠী বলেও অভিহিত করেন।
-
রাজনৈতিক ব্যবস্থায় ভূমিকা:
-
রাজনৈতিক দলের ন্যায় চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ।
-
একটি রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক প্রক্রিয়া বোঝার জন্য চাপ-সৃষ্টিকারী গোষ্ঠীর গঠন, আকৃতি-প্রকৃতি ও ভূমিকা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ।
-
-
সংজ্ঞা অনুযায়ী:
-
এটি সাধারণ স্বার্থে আবদ্ধ বেসরকারি লোকের সমন্বয়ে গঠিত।
-
আইনসভার বাইরে থেকে সরকারি নীতিমালা প্রভাবিত করে সদস্যদের স্বার্থ ও লক্ষ্য অর্জনের জন্য তৎপরতা চালায়।
-
-
উল্লেখযোগ্য মত: অধ্যাপক মাইনর ওয়েনার অনুযায়ী, চাপ সৃষ্টিকারী বা স্বার্থকামী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যা সরকারি নীতিমালা প্রভাবিত করতে চায়।
0
Updated: 1 month ago