বাংলাদেশের সংবিধান হলো দেশের মূল আইন ও রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণকারী দলিল, যা ১৯৭২ সালে প্রণয়ন ও গৃহীত হয়। সংবিধান প্রণয়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১১ এপ্রিল ১৯৭২, গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে।
-
সংবিধান প্রণয়ন কমিটি:
-
আহ্বায়ক: ড. কামাল হোসেন
-
সদস্য সংখ্যা: ৩৪ জন
-
কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু
-
প্রথম বৈঠক: ১৭ এপ্রিল ১৯৭২
-
বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খসড়ায় স্বাক্ষর করেননি।
-
-
সংবিধান প্রণয়ন ও গৃহীত হওয়ার ধাপ:
-
১২ অক্টোবর ১৯৭২: সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয়
-
৪ নভেম্বর ১৯৭২: সংবিধান গণপরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়
-
১৬ ডিসেম্বর ১৯৭২: সংবিধান কার্যকর হয়
-