বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
A
লর্ড কার্জন
B
লর্ড মাউন্টব্যাটেন
C
লর্ড রিপন
D
লর্ড ওয়াভেল
উত্তরের বিবরণ
বঙ্গভঙ্গের সময় ভারতীয় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, এবং তিনি প্রধানত প্রশাসনিক সুবিধা ও রাজনৈতিক উদ্দেশ্যে ১৯০৫ সালে বিশাল আয়তনের বাংলা প্রদেশকে দুটি প্রদেশে বিভক্ত করেন। এই সময়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়।
-
পূর্ব বঙ্গ ও আসাম প্রদেশ:
-
পূর্ব বঙ্গের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সাথে জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদাহ ও আসামকে যুক্ত করে এই নতুন প্রদেশ তৈরি করা হয়।
-
নতুন প্রদেশের আয়তন দাঁড়ায় ১০৬,৫৪০ বর্গমাইল, জনসংখ্যা ৩ কোটি ১০ লক্ষ, যার মধ্যে ১ কোটি ৮০ লক্ষ মুসলমান।
-
নতুন প্রদেশের রাজধানী করা হয় ঢাকা, এবং অনুসঙ্গী সদর দপ্তর হয় চট্টগ্রাম।
-
-
পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে আরেকটি প্রদেশ গঠিত হয়, যার নামকরণ করা হয় বাংলা প্রদেশ।
-
এই প্রদেশের রাজধানী হয় কলকাতা।
-
-
মাত্র ৬ বছরের মধ্যে, ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়।
উৎস:

0
Updated: 19 hours ago
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন -
Created: 3 days ago
A
প্রধানমন্ত্রী
B
স্পিকার
C
রাষ্ট্রপতি
D
যে কেউ করতে পারে
বাংলাদেশে সংসদ আহ্বান ও রাষ্ট্রপতির ভূমিকা (সংবিধান ৭২ অনুচ্ছেদ অনুযায়ী)
-
সংসদ আহ্বান: জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে, কিন্তু প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এটি বাস্তবায়ন করবেন।
-
প্রথম অধিবেশন ও নতুন বছরের ভাষণ: নতুন সংসদের প্রথম অধিবেশন এবং নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।
-
ভাষণের আলোচনা: রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়।
-
সংসদ মুলতবি ও ভাঙ্গা: রাষ্ট্রপতি সংসদ মুলতবি রাখতে পারেন, এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে সংসদ ভেঙ্গে দিতে পারেন।
-
বিরল পরিস্থিতি: কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ায়, স্পিকার সংসদ আহ্বান করতে পারেন।

0
Updated: 3 days ago
বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল সংযোজন করা হয়েছে?
Created: 3 days ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৭টি
বাংলাদেশের সংবিধানের তফসিল
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে। প্রতিটি তফসিলের উদ্দেশ্য ও বিষয়বস্তু নিম্নরূপ:
-
প্রথম তফসিল:
-
অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
-
-
দ্বিতীয় তফসিল:
-
রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম ও প্রক্রিয়া।
-
-
তৃতীয় তফসিল:
-
শপথ ও ঘোষণা।
-
-
চতুর্থ তফসিল:
-
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
-
-
পঞ্চম তফসিল:
-
১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
-
-
ষষ্ঠ তফসিল:
-
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা।
-
-
সপ্তম তফসিল:
-
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
-

0
Updated: 3 days ago
পাকিস্তানের গণপরিষদে সর্বপ্রথম কে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন?
Created: 6 days ago
A
ধীরেন্দ্রনাথ দত্ত
B
এ. কে. ফজলুল হক
C
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
D
প্রফেসর আবুল কাশেম
১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার কংগ্রেস দলীয় গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
-
১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তোলেন।
-
তিনি সরকারি কাগজে বাংলা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ করেন।
-
২৩ ফেব্রুয়ারি করাচিতে গণপরিষদের অধিবেশন শুরু হলে, ২৫ ফেব্রুয়ারি অধিবেশনে তিনি সর্বপ্রথম বাংলা রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হন।
-
অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, গণপরিষদে কার্যবিবরণী ইংরেজি ও উর্দুতে লেখা হয়, অথচ সমগ্র পাকিস্তানের ৫৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন।
-
তিনি ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলারও ব্যবহার দাবী করেন।
-
উল্লেখযোগ্য, বাংলা ছিল সংখ্যাগরিষ্ঠের ভাষা, তাই রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পাওয়া স্বাভাবিক ছিল।
-
তবে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং বাংলার দাবিকে উপেক্ষা করা হয়।
সূত্র:

0
Updated: 6 days ago