সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল?


A

কানপুর


B

ব্যারাকপুর


C

দিল্লি


D

মিরাট 


উত্তরের বিবরণ

img

সিপাহী বিদ্রোহ ভারতীয়দের প্রথম জাতীয় সংগ্রাম বা ‘স্বাধীনতা লড়াই’ হিসেবে পরিচিত, যা ব্রিটিশ শাসন অবসানের জন্য গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে ইতিহাসে রেকর্ড আছে। এই বিদ্রোহের বিস্তারিত তথ্যগুলো নিম্নরূপ:

  • ১৮৫৭ সালের ২৯ মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পান্ডে নামক একজন সিপাহী প্রকাশ্যে বিদ্রোহ শুরু করেন।

  • ক্রমে এই বিদ্রোহ মিরাট, দিল্লি, বেরলী, ফতেহপুর, কানপুর, বুন্দেল খণ্ড, রোহিলা খণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে।

  • বিদ্রোহীরা মোগল সম্রাট ২য় বাহাদুর শাহকে ভারতের বাদশাহ ও বিদ্রোহের নেতা ঘোষণা করে।

  • নানা সাহেব (মারাঠা নেতা), ঝাঁসির রাণি লক্ষ্মীবাঈ, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহম্মদ উল্লাহ প্রমুখ বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নেন।

  • সিপাহীরা জেলখানা ভেঙ্গে কয়েদিদের মুক্তি, খাজাঞ্চিখানা লুঠ এবং সর্বত্র ব্রিটিশদের আক্রমণ করে।

  • এ লড়াই শুধু সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না; ভারতের হিন্দু-মুসলমান নির্বিশেষে সাধারণ জনগণও সমর্থন ও সহানুভূতি প্রকাশ করে।

এ বিদ্রোহের কারণগুলোকে পরোক্ষপ্রত্যক্ষ এই দুই শ্রেণীতে ভাগ করা যায়:

  • পরোক্ষ কারণ:

    • রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক অসন্তোষ।

  • প্রত্যক্ষ কারণ:

    • ১৮৫৬ সালে সেনাবাহিনীতে ‘এনফিল্ড রাইফেল’ প্রচলন।

    • কার্তুজ ব্যবহারের জন্য দাঁতে কেটে ভরা বাধ্যতামূলক করা হতো।

    • গুজব রটে যে কার্তুজে শুকর ও গরুর চর্বি মেশানো আছে।

    • এটি ধর্মনাশের একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে ভারতের হিন্দু-মুসলমান সিপাহীদের মধ্যে দারুণ বিক্ষোভের সূত্রপাত করে।

উৎস: 

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

 'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন?

Created: 1 month ago

A

জিয়াউর রহমান

B

তাজউদ্দিন আহমদ

C

বিচারপতি আবদুস সাত্তার

D

হুসেইন মুহম্মদ এরশাদ

Unfavorite

0

Updated: 1 month ago

বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক ও প্রধান আইন কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব পালন করেন?

Created: 1 month ago

A

আইন সচিব


B

প্রধান বিচারপতি

C

অ্যাটর্নি জেনারেল

D

কোনটি নয়

Unfavorite

0

Updated: 1 month ago

বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত টাকা? [আগস্ট,২০২৫]

Created: 1 month ago

A

৫০০ টাকা


B

৬৫০ টাকা


C

৭০০ টাকা


D

১০০০ টাকা 


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD