মুর্শিদ কুলি খান কোন সম্রাটের অধীনে বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত হন?
A
আওরঙ্গজেব
B
শাহজাহান
C
আকবর
D
জাহাঙ্গীর
উত্তরের বিবরণ
মুর্শিদ কুলি খান সম্রাট আওরঙ্গজেবের অধীনে বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে বাংলায় নবাবি শাসনের ভিত্তি স্থাপন করেন। তাঁর শাসনকালের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭) বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা।
-
দাক্ষিণাত্যে শায়েস্তা খানের দিওয়ান হাজী শফী ইস্পাহানী অল্পবয়সী মুর্শিদ কুলিকে কিনে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং তাঁর নাম রাখেন মুহাম্মদ হাদী।
-
সম্রাট আওরঙ্গজেব তাঁকে কর্তলব খান উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
-
১৭০৩ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে সম্রাটের সঙ্গে সাক্ষাতে তিনি ‘মুর্শিদকুলী খান’ উপাধি লাভ করেন।
-
১৭১৬ খ্রিস্টাব্দে তিনি বাংলার নাজিম পদে উন্নীত হন।
-
১৭১৭ সালের আগস্টে তাঁকে বাংলার পূর্ণ সুবাদারের মর্যাদা প্রদান করা হয়।
-
তিনি অসংখ্য উপাধি ও পদবিতে ভূষিত হন; প্রথমে ‘জাফর খান’ এবং পরে ‘মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর’ উপাধি পান। তাঁকে সাত হাজারি মনসব প্রদান করা হয়।
-
১৭২৭ খ্রিস্টাব্দের ৩০ জুন মুর্শিদকুলী খানের মৃত্যু ঘটে।
-
বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করেন ১৭১৭ সালে।
-
অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন।
উৎস:

0
Updated: 19 hours ago
‘জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই-২০২৫)’ অনুযায়ী, সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র্য রয়েছে কোন বিভাগে?
Created: 1 week ago
A
রংপুর
B
বরিশাল
C
সিলেট
D
খুলনা
জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (MPI) – বাংলাদেশ, ২০২৫
-
প্রকাশের তারিখ: ৩১ জুলাই ২০২৫
-
প্রকাশকারী: পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GDI)
-
বৈশিষ্ট্য:
-
দেশে প্রথমবারের মতো প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচক।
-
ব্যক্তির আয়-রোজগারের উপর নয়, বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়।
-
-
মোট সূচক: ১১টি
-
বিদ্যুতের প্রাপ্যতা
-
স্যানিটেশন
-
পানির প্রাপ্যতা
-
আবাসনের মান
-
রান্নার জ্বালানির প্রাপ্যতা
-
সম্পদের প্রাপ্যতা
-
ইন্টারনেট সংযোগ
-
বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার
-
শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি
-
পুষ্টি
-
প্রজনন স্বাস্থ্যসেবা
-
-
তথ্যসূত্র:
-
২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপ (HIES)
-
২০১৯ সালের বহু সূচকবিশিষ্ট গুচ্ছ জরিপ (MICS)
-
-
প্রধান ফলাফল:
-
দেশের ২৪.৫% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে রয়েছে (~৩ কোটি ৯৮ লাখ মানুষ)।
-
গ্রামীণ এলাকা: ২৬.৯৬%
-
শহরাঞ্চল: ১৩.৪৮%
-
অঞ্চলভিত্তিক:
-
সর্বোচ্চ: সিলেট বিভাগ (৩৭.৭০%)
-
সর্বনিম্ন: খুলনা বিভাগ
-
-
জেলা ভিত্তিক:
-
সর্বোচ্চ: বান্দরবান (৬৫.৩৬%)
-
সর্বনিম্ন: ঝিনাইদহ (৮.৬৬%)
-
-
উৎস: প্রথম আলো [link]

0
Updated: 1 week ago
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
Created: 1 week ago
A
১৯৯৭ সালে
B
১৯৯৮ সালে
C
১৯৯৯ সালে
D
২০০০ সালে
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- আইসিসি ট্রফি জয় করে: ১৯৯৭ সালে।
- ওয়ানডে স্ট্যাটাস লাভ করে: ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে: ৩১ মার্চ, ১৯৮৬ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।

0
Updated: 1 week ago
ঊনসত্তরের গণঅভ্যুত্থান কোন শাসকের বিরুদ্ধে হয়েছিল?
Created: 6 days ago
A
মোহাম্মদ আলী জিন্নাহ
B
ইস্কান্দার মির্জা
C
আইয়ুব খান
D
ইয়াহিয়া খান
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের এক স্বতঃস্ফূর্ত সংগ্রাম।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
-
১৯৪৭ সাল থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করছিল, তার প্রকাশ ঘটে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে।
-
পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে ওঠে যা গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
-
এসময় ছাত্রসংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করে।
-
১১ দফার মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত ছিল।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
-
এই আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে।
সূত্র:

0
Updated: 6 days ago