বর্তমানে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
A
চীন
B
ভারত
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশসমূহ (GDP অনুযায়ী)
-
তালিকায় জাপান রাখা হয়নি, যদিও এটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ।
-
বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি।
শীর্ষ ৫ দেশের তালিকা:
-
চীন: ১৮,৯৬,৫০০ কোটি ডলার (১৮.৯৬ ট্রিলিয়ন)
-
ভারত: ৩,৯১,১৪০ কোটি ডলার (৩.৯১ ট্রিলিয়ন)
-
দক্ষিণ কোরিয়া: ১,৮৬,৯৫০ কোটি ডলার (১.৮৭ ট্রিলিয়ন)
-
ইন্দোনেশিয়া: ১,৩৯,৬৩০ কোটি ডলার (১.৪০ ট্রিলিয়ন)
-
তাইপে: ৭৯,৫৯০ কোটি ডলার (০.৮০ ট্রিলিয়ন)
0
Updated: 1 month ago
'ম্যাকাও' কোন দেশের বিশেষ প্রশাসনিক অঞ্চল?
Created: 2 months ago
A
স্পেন
B
চীন
C
ফ্রান্স
D
তিব্বত
ম্যাকাও
-
ম্যাকাও হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত।
-
ভৌগলিক অবস্থান: চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণ-পশ্চিম কোণে, পার্ল (ঝু) নদীর মোহনায়।
-
এটি পূর্বে পর্তুগীজ উপনিবেশ ছিল।
-
হস্তান্তর: ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করে।
-
হংকং অবস্থান: ম্যাকাওয়ের প্রায় ৬০ কিলোমিটার পূর্বে।
-
ভৌগলিক বৈশিষ্ট্য: ম্যাকাও মূলত একটি সরু উপদ্বীপ, যার অন্তর্ভুক্ত দুটি দ্বীপ—টাইপা ও কোলওয়ান।
তথ্যসূত্র: Britannica
0
Updated: 2 months ago
বর্তমানে রপ্তানিতে শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
যুক্তরাজ্য
বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশসমূহ (২০২৪, UNCTAD রিপোর্ট অনুযায়ী)
-
চীন: ৩.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
যুক্তরাষ্ট্র: ২.০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
জার্মানি: ১.৬৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
নেদারল্যান্ডস: ৭৩৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার
-
জাপান: ৭০৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার
-
দক্ষিণ কোরিয়া: ৬৮৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার
-
ইতালি: ৬৭৪.৮৭ বিলিয়ন মার্কিন ডলার
-
ফ্রান্স: ৬২৬.২ বিলিয়ন মার্কিন ডলার
-
মেক্সিকো: ৬১৭ বিলিয়ন মার্কিন ডলার
-
সিঙ্গাপুর: ৫০৪.৮ বিলিয়ন মার্কিন ডলার
-
দ্রষ্টব্য: রপ্তানিতে শীর্ষ দেশ চীন।
0
Updated: 1 month ago
চা-এর আদি নিবাস কোথায়?
Created: 1 month ago
A
চীন
B
রাশিয়া
C
ব্রিটেন
D
ভারত
চায়ের ইতিহাস শুরু হয় চীন এবং দূরপ্রাচ্যে। সপ্তদশ শতাব্দীতে রানী ইংল্যান্ডের মাধ্যমে চা পরিচিত হয় এবং দেখা যায় যে বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আঠারো শতকে চায়ের অসাধারণ জনপ্রিয়তা বিস্তৃত চোরাচালান ও ভেজালের দিকে পরিচালিত করেছিল। এছাড়া, ১৭৭৩ সালের বোস্টন টি পার্টি আমেরিকান বিপ্লবের সূত্রপাত ঘটায়।
-
চায়ের অদ্ভুত সূচনা: চীন ও দূরপ্রাচ্যে
-
সপ্তদশ শতাব্দীতে চা ইংল্যান্ডে পরিচিত
-
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চা ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
-
আঠারো শতকে চায়ের জনপ্রিয়তার ফলে চোরাচালান ও ভেজাল বৃদ্ধি
-
১৭৭৩ সালের বোস্টন টি পার্টি আমেরিকান বিপ্লবের সূত্রপাত
0
Updated: 1 month ago