বর্তমানে রপ্তানিতে শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশসমূহ (২০২৪, UNCTAD রিপোর্ট অনুযায়ী)
-
চীন: ৩.৫৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
যুক্তরাষ্ট্র: ২.০৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
জার্মানি: ১.৬৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
-
নেদারল্যান্ডস: ৭৩৫.৫২ বিলিয়ন মার্কিন ডলার
-
জাপান: ৭০৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার
-
দক্ষিণ কোরিয়া: ৬৮৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার
-
ইতালি: ৬৭৪.৮৭ বিলিয়ন মার্কিন ডলার
-
ফ্রান্স: ৬২৬.২ বিলিয়ন মার্কিন ডলার
-
মেক্সিকো: ৬১৭ বিলিয়ন মার্কিন ডলার
-
সিঙ্গাপুর: ৫০৪.৮ বিলিয়ন মার্কিন ডলার
-
দ্রষ্টব্য: রপ্তানিতে শীর্ষ দেশ চীন।
0
Updated: 1 month ago
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
Created: 1 month ago
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:
0
Updated: 1 month ago
ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
জাপান
B
চীন
C
ভারত
D
দক্ষিণ কোরিয়া
ভোলা জেলার দক্ষিণাঞ্চলে একটি নতুন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে বাস্তবায়িত হবে।
-
অর্থনৈতিক এলাকার নাম: ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন
-
নির্মাণ প্রতিষ্ঠান: চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ
-
অনুমোদন: প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে
-
প্রকল্পের ব্যয়: প্রায় ১০০ কোটি ডলার
-
শিল্পপ্রতিষ্ঠান সংখ্যা: পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০টি
-
কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা: পরিপূর্ণভাবে চালু হলে প্রায় এক লাখ লোকের জন্য কাজের সুযোগ
অতিরিক্তভাবে বলা যায়, এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয় শিল্প ও অর্থনীতিকে উত্সাহিত করা এবং দক্ষিণাঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
0
Updated: 1 month ago
'Aksai Chin' অঞ্চলটি নিয়ে চীন ও ভারতের মধ্যে কত সালে যুদ্ধ সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৯৬২ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৭১ সালে
D
১৯৮৮ সালে
চীন–ভারত যুদ্ধ (Sino-Indian War, 1962)
-
সময়কাল: ২০ অক্টোবর ১৯৬২ – ২০ নভেম্বর ১৯৬২
-
যুদ্ধক্ষেত্র: আক্সাই চিন (Aksai Chin) এবং অরুণাচল প্রদেশ (তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি)
-
মূল কারণ: সীমান্ত বিরোধ
-
আক্সাই চিন অঞ্চল নিয়ে দ্বন্দ্ব, যা চীন নিজের অংশ দাবি করে এবং ভারতও এটিকে নিজেদের অংশ মনে করে
-
চীন ১৯৫০-এর দশকের মধ্যে আক্সাই চিনে সড়ক নির্মাণ শুরু করলে ভারত বিরোধিতা করে
-
-
চীনের দাবি:
-
অরুণাচল প্রদেশকে "জ্যাং নান" বলে তিব্বতের অংশ হিসেবে দাবি
-
২৭টি স্থানের নাম চীনা অক্ষর, তিব্বতি ও পিনয়িন ভাষায় প্রকাশ এবং মানচিত্রে স্থানাঙ্কসহ প্রদর্শন
-
-
পরিণতি:
-
১৯৬২ সালের যুদ্ধের পরে চীন ভারতকে ব্যাপকভাবে পরাজিত করে
-
আংশিকভাবে আক্সাই চিনে নিজেদের দখল প্রতিষ্ঠিত করে
-
-
বর্তমান প্রভাব:
-
আক্সাই চিন আজও ভারত–চীনের মধ্যে সীমান্ত বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দু
-
অঞ্চলটির কৌশলগত গুরুত্ব দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে রয়েছে
-
0
Updated: 1 month ago