বর্তমান বিশ্বে হীরা উত্তোলনে শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
বিশ্বের প্রধান হীরা উত্তোলনকারী দেশসমূহ অনুযায়ী রাশিয়া দশ বছরেরও বেশি সময় ধরে শীর্ষে রয়েছে।
-
প্রধান খনি:
-
সাখা অঞ্চল: উদাচনায়া ও মির খনি
-
-
প্রধান কোম্পানি: আলরোসা, যা বিশ্বের মোট হীরার প্রায় ২৭% সরবরাহ করে
-
মজুদ: আনুমানিক ৬৫ কোটি ক্যারেট
-
অন্যান্য শীর্ষস্থানীয় দেশ:
-
দ্বিতীয়: বতসোয়ানা
-
তৃতীয়: কানাডা
-

0
Updated: 20 hours ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 week ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
'কুড়িল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
Created: 1 week ago
A
চীন ও কোরিয়া
B
রাশিয়া ও জাপান
C
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
D
জাপান ও চীন
কুরিল দ্বীপপুঞ্জ হলো রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপসমূহ, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
-
কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত
-
অবস্থান: জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে
-
প্রশান্ত মহাসাগরের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে, যার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ অন্যতম
-
এই বিতর্কিত দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো কুনাশির
-
চারটি দ্বীপকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারেনি
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 6 days ago
A
চীন
B
রাশিয়া
C
জার্মানি
D
দক্ষিণ কোরিয়া
রাশিয়া বর্তমানে ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস-এর প্রতিরোধে প্রথম কার্যকর টিকা তৈরি করছে।
-
প্রকল্পের লক্ষ্য: বিশ্বে এইডসের জন্য প্রথম কার্যকর টিকা তৈরি করা
-
উন্নয়ন সংস্থা: গামালিয়া ন্যাশনাল সেন্টার, রাশিয়ার চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান
-
প্রক্রিয়া: টিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে
-
সম্ভাব্য বাজারজাতকরণ: সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বাজারে আসার সম্ভাবনা
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি
-
তারা করোনার প্রথম টিকা স্পুটনিক ৫ আবিষ্কার করেছিল
-
স্পুটনিক ৫-এর করোনা প্রতিরোধী সক্ষমতা ছিল ৯৭ শতাংশেরও বেশি
-
এই টিকা বিশ্বের ৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহৃত হয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই নতুন এইডস টিকা গ্লোবাল স্বাস্থ্য নিরাপত্তা এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিপ্লবী পরিবর্তন আনতে পারে।

0
Updated: 6 days ago