বর্তমান বিশ্বে হীরা উত্তোলনে শীর্ষ দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
বিশ্বের প্রধান হীরা উত্তোলনকারী দেশসমূহ অনুযায়ী রাশিয়া দশ বছরেরও বেশি সময় ধরে শীর্ষে রয়েছে।
-
প্রধান খনি:
-
সাখা অঞ্চল: উদাচনায়া ও মির খনি
-
-
প্রধান কোম্পানি: আলরোসা, যা বিশ্বের মোট হীরার প্রায় ২৭% সরবরাহ করে
-
মজুদ: আনুমানিক ৬৫ কোটি ক্যারেট
-
অন্যান্য শীর্ষস্থানীয় দেশ:
-
দ্বিতীয়: বতসোয়ানা
-
তৃতীয়: কানাডা
-
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
নিচের কোন দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
রাশিয়া ও উত্তর কোরিয়া
C
চীন ও ভারত
D
যুক্তরাষ্ট্র ও রাশিয়া
পারমাণবিক অস্ত্রধারী দেশ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
-
২০২৫ সালের শুরুতে অনুমান করা হয় এই ৯টি দেশের হাতে মোট ১২,২৪১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে
-
বিশ্বে মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্রাগারে আছে
-
এই দুই দেশ প্রায় ৮৩ শতাংশ পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে মোতায়েন বা সক্রিয় অবস্থায় রয়েছে
-
বাকি ১৩ শতাংশ অস্ত্র রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েলের হাতে
-
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় ১,৪১৯টি এবং রাশিয়া প্রায় ১,৫৪৯টি কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র শতাধিক বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রে মোতায়েন করে রেখেছে
0
Updated: 1 month ago
ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা ?
Created: 1 month ago
A
জার্মানি
B
রাশিয়া
C
শ্রীলংকা
D
যুক্তরাষ্ট্র
FSB (The Federal Security Service) হলো রাশিয়ার প্রধান গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। এটি সোভিয়েত সময়ে KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল।
সংগঠনের ইতিহাস ও কার্যক্রম:
-
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থার নাম হয় Federal Counterintelligence Service (FSK)।
-
বর্তমানে FSB রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল আইন ভঙ্গ সংক্রান্ত তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।
-
এটি ইউরোপের বৃহত্তম নিরাপত্তা সংস্থা হিসেবে বিবেচিত।
-
কেন্দ্রীয় দপ্তর: মস্কোর লুবিয়ানকা স্কোয়ার, যা আগে KGB সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল।
অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা:
-
শ্রীলঙ্কা: National Intelligence Bureau (NIB)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service and Military Intelligence, Section 6)
-
ইসরায়েল: MOSSAD
উৎস:
0
Updated: 1 month ago