জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত হয় কোন সালে?
A
১৯৪৫ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৩৯ সালে
D
১৯১৯ সালে
উত্তরের বিবরণ
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য গৃহীত।
-
স্বাক্ষর ও কার্যকর:
-
স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
-
সম্মেলন সম্পর্কিত তথ্য:
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ
-
0
Updated: 1 month ago
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Created: 4 weeks ago
A
কুর্ট ওয়াল্ডহেইম
B
ট্রিগভেলী
C
ড্যাগ হ্যামারশোল্ড
D
জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার
ট্রিগভে লী (Trygve Lie) ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব, যিনি নরওয়ের একজন বিশিষ্ট কূটনীতিক ছিলেন। জাতিসংঘের প্রাথমিক পর্যায়ে তিনি সংস্থার প্রশাসনিক কাঠামো ও কার্যক্রমকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
দায়িত্বকাল: ফেব্রুয়ারি ১৯৪৬ – নভেম্বর ১৯৫২
-
দেশ: নরওয়ে
-
তিনি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে বিশ্ব শান্তি রক্ষায় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিশেষ অবদান রাখেন।
জাতিসংঘের মহাসচিববৃন্দের তালিকা:
-
প্রথম: ট্রিগভে লী (নরওয়ে)
-
দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
-
তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)
-
চতুর্থ: কুর্ট ওয়াল্ডহেইম (অস্ট্রিয়া)
-
পঞ্চম: জাভিয়ের পেরেজ দে কুয়েলার (পেরু)
-
ষষ্ঠ: ড. বুট্রোস বুট্রোস ঘালি (মিশর)
-
সপ্তম: কফি আনান (ঘানা)
-
অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
-
নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)
0
Updated: 4 weeks ago
নিম্নের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
Created: 1 month ago
A
চীন
B
জাপান
C
ফ্রান্স
D
রাশিয়া
উত্তর: খ) জাপান – নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council):
-
নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের গুরুত্বপূর্ণ শাখা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত।
-
সদস্য সংখ্যা: ১৫টি
-
স্থায়ী সদস্য: ৫টি – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (বৃহৎ পঞ্চশক্তি)।
-
অস্থায়ী সদস্য: ১০টি, যেগুলো প্রতি ২ বছরের জন্য নির্বাচিত হয়।
-
কার্যাবলি:
-
আন্তর্জাতিক বিরোধ সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় আলাপ-আলোচনা করা।
-
আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ।
-
শান্তি প্রতিষ্ঠা বা যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন।
-
আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।
0
Updated: 1 month ago
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
Created: 3 months ago
A
ইউএনডিপি
B
ইউনিসেফ
C
ইউএনএইচসিআর
D
ইউনেস্কো
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা, নিবন্ধন, খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করে আসছে।
UNHCR:
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।
উল্লেখ্য,
- UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।
অন্যদিকে,
- ইউএনডিপি মূলত উন্নয়ন কার্যক্রমে, ইউনিসেফ শিশু ও মাতৃস্বাস্থ্যে, এবং ইউনেস্কো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কাজ করে।
0
Updated: 3 months ago