কতটি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়?
A
৬টি
B
৭টি
C
৮টি
D
৫টি
উত্তরের বিবরণ
নোবেল পুরস্কার হলো বিশ্বের অন্যতম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার, যা নরওয়ে ও সুইডেন থেকে প্রদান করা হয়। এটি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে প্রতিষ্ঠিত।
-
প্রবর্তক ও ইতিহাস:
-
প্রবর্তক: আলফ্রেড নোবেল
-
প্রথম প্রদান: ১৯০১ সালে, আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর
-
শুরুতে ৫টি শাখায় পুরস্কার প্রদান করা হতো
-
-
শাখা ও সম্প্রসারণ:
-
মূল শাখা: চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি
-
পরে যুক্ত হয়: অর্থনীতি
-
বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়
-

0
Updated: 20 hours ago
For which of the following disciplines Nobel Prize is awarded?
Created: 1 month ago
A
Physics and Chemistry
B
Physiology or Medicine
C
Literature, Peace and Economics
D
All of the above
নোবেল পুরস্কার
নোবেল পুরস্কার হলো বিশ্বব্যাপী সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি, যা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে এবং তার রেখে যাওয়া অর্থের মাধ্যমে ১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৮৯৫ সালে তার উইলে উল্লেখ ছিল, এটি “মানবজাতির সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের জন্য” উৎসর্গ করা।
প্রদানের ক্ষেত্রে বিষয় ও সংস্থা:
-
শান্তি: নরওয়ের পার্লামেন্টের নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট
-
সাহিত্য: সুইডেনের সুইডিশ একাডেমি
-
পদার্থবিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি: সুইডেনের রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স
-
চিকিৎসাবিজ্ঞান: সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট
২০২৪ সালের নোবেল বিজয়ীরা:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন
-
শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও
উৎস: Nobel Prize ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
Created: 2 months ago
A
আর কে নারায়ণন
B
অরুন্ধতি রায়
C
হারমান হেস
D
গুন্টার গ্রাস
১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস, যার বিখ্যাত উপন্যাস ‘দি টিন ড্রাম’-এর জন্য তিনি এই সম্মান পান।
তবে চলতি বছর ২০২৪ সালের নোবেল বিজয়ীদের তালিকাও অত্যন্ত গুরুত্বপুর্ণ, যেখানে রয়েছে:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন
-
শান্তি: জাপানের সংস্থা নিহন হিদানকিও
উল্লেখ্য, এই তথ্যগুলো Nobel Prize ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

0
Updated: 2 months ago
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
Created: 1 month ago
A
ইরান
B
ইন্দোনেশিয়া
C
তুরস্ক
D
ইয়েমেন
তাওয়াক্কুল কারমান
তাওয়াক্কুল কারমান ইয়েমেনের নাগরিক এবং একজন প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মী। তিনি মহিলাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য অহিংস আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই অবদানের জন্য তিনি ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য বিষয়, ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার তিনজন মহিলার মধ্যে বিতরণ করা হয়েছিল:
-
ইয়েমেনের তাওয়াক্কুল কারমান
-
লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ
-
লাইবেরিয়ার নাগরিক লেমাহ বোয়িই
নরওয়ের নোবেল শান্তি কমিটির মতে, এই তিন মহিলাকে পুরস্কার দেওয়া হয়েছে তাদের অহিংস উপায়ে মহিলাদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে।
উৎস: Britannica

0
Updated: 1 month ago