কতটি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়?
A
৬টি
B
৭টি
C
৮টি
D
৫টি
উত্তরের বিবরণ
নোবেল পুরস্কার হলো বিশ্বের অন্যতম সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার, যা নরওয়ে ও সুইডেন থেকে প্রদান করা হয়। এটি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে প্রতিষ্ঠিত।
-
প্রবর্তক ও ইতিহাস:
-
প্রবর্তক: আলফ্রেড নোবেল
-
প্রথম প্রদান: ১৯০১ সালে, আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর
-
শুরুতে ৫টি শাখায় পুরস্কার প্রদান করা হতো
-
-
শাখা ও সম্প্রসারণ:
-
মূল শাখা: চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি
-
পরে যুক্ত হয়: অর্থনীতি
-
বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়
-
0
Updated: 1 month ago
২০১৫ সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী Svetlana Alexievich কোন দেশের নাগরিক?
Created: 2 days ago
A
রাশিয়া
B
আজারবাইজান
C
বেলারুশ
D
ক্যামেরুন
Svetlana Alexievich ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি মূলত বেলারুশের নাগরিক, তবে তাঁর জন্ম হয়েছিল তৎকালীন ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে (বর্তমান ইউক্রেন)। তাঁর সাহিত্যকর্ম মূলত যুদ্ধ, মানবিক বেদনা, এবং সোভিয়েত সমাজের বাস্তব চিত্রকে কেন্দ্র করে রচিত।
-
Svetlana Alexievich-এর জন্ম ৩১ মে ১৯৪৮ সালে ইউক্রেনের Stanislav (বর্তমান Ivano-Frankivsk) শহরে।
-
তিনি বেলারুশিয়ান ভাষায় লেখালেখি করলেও তাঁর রচনাগুলো সোভিয়েত যুগের ইতিহাস ও সাধারণ মানুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে লেখা।
-
তাঁর রচনাশৈলীকে “documentary literature” বলা হয়, যেখানে বাস্তব সাক্ষাৎকার, স্মৃতি ও ইতিহাস একত্রিত হয়ে সাহিত্যরূপ নেয়।
-
নোবেল কমিটি তাঁকে পুরস্কৃত করে এই বলে যে, তাঁর রচনাগুলো “human suffering and courage through the voices of ordinary people” তুলে ধরেছে।
-
তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে “Voices from Chernobyl”, “The Unwomanly Face of War”, এবং “Second-Hand Time”।
-
তিনি প্রথম বেলারুশীয় লেখক, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাঁর লেখার মূল লক্ষ্য ছিল সোভিয়েত সমাজের নীরব ইতিহাসকে কণ্ঠ দেওয়া এবং সাধারণ মানুষের অনুভূতি ও অভিজ্ঞতাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।
0
Updated: 2 days ago
২০১৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
Created: 1 week ago
A
Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thor
B
Fraser Stoddart and Jacques Dubochet
C
Jacques Dubochet, Joachim Frank and Richard Henderson
D
Joachim Frank Duncan Haldane and Ben Feringa
0
Updated: 1 week ago
সাহিত্যে ১৯৯৮ -এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
Created: 4 months ago
A
অরুন্ধতি রায়
B
সালমান রুশদী
C
ভি এস নাইপল
D
হোসে সারামাগো
১৯৯৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন স্পেনীশ লেখক হোসে সারামাগো।
২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
0
Updated: 4 months ago