সুয়েজ খাল চালু করে কত সালে?
A
১৮৬৯ সালে
B
১৮৭৯ সালে
C
১৮৬০ সালে
D
১৮৫৯ সালে
উত্তরের বিবরণ
সুয়েজ খাল হলো মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল, যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে।
-
নির্মাণকাল:
-
শুরু: ২৫ এপ্রিল, ১৮৫৯
-
সমাপ্তি: ১৭ নভেম্বর, ১৮৬৯
-
সর্বসাধারণের জন্য খোলা: ১৮৬৯
-
-
মালিকানা ও প্রশাসন:
-
খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটির মালিকানাধীন
-
-
গুরুত্বপূর্ণ তথ্য:
-
১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন
-
খালটি মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির প্রধান পথ হিসেবে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ
-

0
Updated: 20 hours ago
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
Created: 1 month ago
A
সুয়েজ খাল
B
মিসিসিপি
C
ভলগা
D
পানামা খাল
পানামা খাল (Panama Canal)
পানামা খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম জলপথ। এটি পানামা প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত এবং প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। খালটি খননের ফলে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
-
দৈর্ঘ্য: প্রায় ৮২ কিলোমিটার
-
খননের শুরু: ১৯০৪
-
সমাপ্তি: ১৯১৪
-
প্রকল্প কর্তৃপক্ষ: যুক্তরাষ্ট্র
-
মালিকানা হস্তান্তর: ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পানামা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়
পানামা খাল আজ বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত পণ্য আমদানি-রফতানি সহজ করার জন্য।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
সুয়েজ খাল কোন বছর চালু হয়?
Created: 3 weeks ago
A
১৯০৩
B
১৮৬৯
C
১৮৮৯
D
১৮৫৪
সুয়েজ খাল
-
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত।
-
এটি একটি কৃত্রিম খাল যা ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে।
-
খালটির নির্মাণ কাজ শুরু হয় ২৫ এপ্রিল, ১৮৫৯ সালে এবং প্রায় দশ বছরের পর, ১৭ নভেম্বর, ১৮৬৯ সালে এটি সর্বসাধারণের জন্য চালু করা হয়।
-
বর্তমানে খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটি কর্তৃক পরিচালিত হয়।
-
উল্লেখযোগ্য যে, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের ১৯৫৬ সালে সুয়েজ খালকে জাতীয়করণ করেন এবং এটি মধ্যপ্রাচ্য থেকে তেলের গুরুত্বপূর্ণ রপ্তানি পথ হিসেবে মিশরের নিয়ন্ত্রণে আসে।
উৎসঃ Britannica

0
Updated: 3 weeks ago