প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কত সালে?
A
১৯৩২ সালে
B
১৯৩০ সালে
C
১৯৩৫ সালে
D
১৯২৯ সালে
উত্তরের বিবরণ
প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়ে।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা (FIFA):
-
পূর্ণ নাম: Fédération Internationale de Football Association
-
প্রতিষ্ঠার তারিখ: ২১ মে, ১৯০৪
-
প্রতিষ্ঠাতা দেশ: বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড
-
সদর দপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড
-
বর্তমান সভাপতি: জিয়ান্নি ইনফান্তিনো (২০১৬ থেকে)
-
সদস্য সংস্থা: ২১১টি জাতীয় ফুটবল সংস্থা (২০২৫ পর্যন্ত)
বিশেষ তথ্য:
-
প্রথম বিশ্বকাপে ১৩টি দল অংশগ্রহণ করেছিল।
-
নারী বিশ্বকাপ শুরু হয় ১৯৯১ সালে, প্রথম ফিফা নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
উদ্দেশ্য ও প্রধান ইভেন্ট:
-
ফুটবলের বিশ্বব্যাপী প্রচার, উন্নয়ন, এবং প্রতিযোগিতার আয়োজন ও নিয়ন্ত্রণ।
-
প্রধান ইভেন্ট: ফিফা বিশ্বকাপ (পুরুষ ও মহিলা), ফিফা ক্লাব বিশ্বকাপ, ফিফা যুব টুর্নামেন্ট।

0
Updated: 20 hours ago
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
নেপাল
B
ভারত
C
মালদ্বীপ
D
ভুটান
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫
• সময়কাল: ২০–৩১ আগস্ট ২০২৫
• স্থান: ভুটান, থিম্পু, Changlimithang Stadium
• অংশগ্রহণকারী দল: বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল
• টুর্নামেন্ট পদ্ধতি: রাউন্ড রবিন লিগ – সব দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে
• চ্যাম্পিয়ন নির্ধারণ: পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে
উল্লেখযোগ্য তথ্য:
• ২০২৩ সালের টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান: দ্বিতীয় স্থান
• টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র আমন্ত্রিত দল হিসেবে রাশিয়া শিরোপা জিতেছিল
সূত্র: পত্রিকা প্রতিবেদন

0
Updated: 1 week ago
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Created: 1 month ago
A
পেলে
B
জিদান
C
বেকেনবাওয়ার
D
ম্যারাডোনা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।
উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।
উৎস: Goal.com

0
Updated: 1 month ago
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
লন্ডন
B
বার্লিন
C
ব্রাজিল
D
আর্জেন্টিনা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ব্রাজিলে।
সর্বশেষ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে।
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
এছাড়াও,
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
উৎস: FIFA ওয়েবসাইট।

0
Updated: 1 month ago