'অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন' উক্তিটি করেছেন -
A
ডাইসি
B
স্পেনসার
C
লাস্কি
D
কোল
উত্তরের বিবরণ
সাম্যের প্রকারভেদ বিভিন্ন রকমের হতে পারে, যেমন: সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, এবং আইনগত সাম্য।
-
অর্থনৈতিক সাম্য:
-
অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করা নয়।
-
এটি বোঝায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ্যতা অনুযায়ী সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া।
-
প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ অর্থনৈতিক সাম্যের অংশ।
-
উদাহরণ: বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি।
-
কোল এর মতে, “অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।”
-
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি মূল্যবোধ গঠনের মাধ্যম নয়?
Created: 1 month ago
A
পরিবার
B
সভা
C
শিক্ষাপ্রতিষ্ঠান
D
সমাজ
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, যা মানুষের ভিতরের নৈতিক গুণাবলী প্রকাশ করে। মানুষের আচরণ তার নৈতিক গুণাবলী বা মূল্যবোধের মাধ্যমে পরিচালিত হয়।
-
মানুষ পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে মূল্যবোধের শিক্ষা গ্রহণ করে।
-
মানুষের নৈতিক জীবন ও নৈতিকতার মূল ভিত্তি হলো পরিবার থেকে গড়ে ওঠা মূল্যবোধ।
-
জীবনের অধিকাংশ ক্ষেত্রে মানুষ যে নৈতিক মূল্যবোধ লালন ও অনুসরণ করে, তার উৎস মূলত পরিবার।
-
উল্লেখযোগ্য, সভা বা সমাবেশ মূল্যবোধ গঠনের মাধ্যম নয়।
0
Updated: 1 month ago
'সুনির্দিষ্ট ভুখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।'- উক্তিটি কার?
Created: 1 month ago
A
এডমন্ড বার্ক
B
থমাস জেফারসন
C
অধ্যাপক গার্নার
D
পিয়েরে ল্যান্ডেল মিলস্
রাষ্ট্র
-
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে
-
প্রতিটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা থাকে
-
রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের উপস্থিতি এবং সার্বভৌমত্ব থাকা আবশ্যক
-
এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না
অধ্যাপক গার্নারের সংজ্ঞা:
-
“সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত স্বাধীন জনসমষ্টি” রাষ্ট্র হিসেবে বিবেচিত
রাষ্ট্রের উপাদান চারটি:
-
জনসমষ্টি
-
নির্দিষ্ট ভূখণ্ড
-
সরকার
-
সার্বভৌমত্ব
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি
0
Updated: 1 month ago
অধ্যাপক ডাইসি-এর মতে, আইনের শাসনের মৌলিক কয়টি শর্ত রয়েছে?
Created: 1 month ago
A
দুইটি
B
চারটি
C
তিনটি
D
পাঁচটি
আইনের শাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এবং প্রশাসন ও বিচার প্রক্রিয়া ন্যায়পরায়ণ ও স্বচ্ছভাবে পরিচালিত হয়। অধ্যাপক ডাইসি অনুযায়ী, আইনের শাসনের কার্যকারিতার জন্য তিনটি মৌলিক শর্ত রয়েছে—
-
আইনের দৃষ্টিতে সকলে সমান থাকা।
-
আইনের আশ্রয় গ্রহণের সুযোগ সকলের জন্য বিদ্যমান থাকা।
-
শুনানী গ্রহণ ব্যতীত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা।
এই তিনটি শর্ত মেনে চললেই বলা যায় যে, আইনের শাসন কার্যকরভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রয়োজন— ন্যায়পরায়ণ আচরণ, নিপীড়ন মুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। তবে বাস্তবে অনেক রাষ্ট্রে এই শর্তগুলো পর্যাপ্তভাবে পূরণ হয় না।
0
Updated: 1 month ago