'অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন' উক্তিটি করেছেন -
A
ডাইসি
B
স্পেনসার
C
লাস্কি
D
কোল
উত্তরের বিবরণ
সাম্যের প্রকারভেদ বিভিন্ন রকমের হতে পারে, যেমন: সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, এবং আইনগত সাম্য।
-
অর্থনৈতিক সাম্য:
-
অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করা নয়।
-
এটি বোঝায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ্যতা অনুযায়ী সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া।
-
প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগ অর্থনৈতিক সাম্যের অংশ।
-
উদাহরণ: বেকারত্ব থেকে মুক্তি, বৈধ পেশা গ্রহণ ইত্যাদি।
-
কোল এর মতে, “অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন।”
-

0
Updated: 20 hours ago
সুশাসন নিয়ে 'White paper' বা 'শ্বেতপত্র' প্রকাশ করে-
Created: 1 week ago
A
World Bank
B
International Monetary Fund
C
Islamic Development Bank
D
European Economic Community
শ্বেতপত্র (White paper)
-
কোন একটি দেশের পার্লামেন্ট বা জাতীয় পরিষদ কর্তৃক প্রকাশিত দলিলকে শ্বেতপত্র বলা হয়
-
এটি কোনো বিশেষ বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্য সরকারি বিবরণী হিসেবে প্রকাশিত হয়
-
একই ধরনের প্রথা অন্য গণতান্ত্রিক দেশে যেমন অস্ট্রেলিয়া ও কানাডায়ও প্রচলিত রয়েছে
-
নতুন আইন প্রণয়ন বা কোনো সংস্কারমূলক পদক্ষেপ চূড়ান্ত করার পূর্বেও শ্বেতপত্র জারী করা হতে পারে
-
ইউরোপীয় ইউনিয়নও বিভিন্ন বিষয়ে শ্বেতপত্র জারী করে
-
শ্বেতপত্র জারী করার প্রথা বিংশ শতাব্দীর প্রথমার্ধেও দেখা গেছে
সুশাসন ও শ্বেতপত্র:
-
সুশাসন সংক্রান্ত বিষয়ে White paper বা শ্বেতপত্র প্রকাশ করে European Economic Community
উৎস: European Economic Community

0
Updated: 1 week ago
চাপসৃষ্টিকারী গোষ্টী কীসের ভিত্তিতে পরস্পর আবদ্ধ হন?
Created: 1 day ago
A
রাজনৈতিক ভিত্তিতে
B
সামাজিক ভিত্তিতে
C
স্বার্থের ভিত্তিতে
D
অর্থনৈতিক ভিত্তিতে
চাপসৃষ্টিকারী গোষ্ঠী এমন একধরনের সংগঠিত দল যারা একই ধরনের স্বার্থ ও মনোভাবের কারণে একত্রিত হয় এবং নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সচেষ্ট থাকে। তারা সরাসরি সরকার পরিচালনার চেষ্টা করে না, বরং বিভিন্ন উপায়ে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে কাজ করে।
-
সংজ্ঞা: চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি দল যারা সমজাতীয় স্বার্থ ও মনোভাবের বন্ধনে আবদ্ধ এবং সেই স্বার্থ রক্ষার জন্য একত্রিত হয়।
-
অনেকের মতে, এদেরকে স্বার্থকামী গোষ্ঠী বলেও ডাকা হয় কারণ তাদের প্রধান লক্ষ্য নিজের স্বার্থ সংরক্ষণ ও বাস্তবায়ন।
-
আলফ্রেড গ্রজিয়ার ব্যাখ্যা অনুযায়ী, চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে, বরং রাজনৈতিক কর্মকর্তাদের আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য কাজ করে।
-
তারা সরাসরি শাসনক্ষমতায় অংশ না নিয়ে বিভিন্ন কৌশল ব্যবহার করে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নিজেদের মতাদর্শ ও দাবি প্রতিফলিত করতে চায়।

0
Updated: 1 day ago
নিচের কোনটি ইমানুয়েল কান্টের নীতিবিদ্যার মূলকথা নয়?
Created: 2 weeks ago
A
সৎ ইচ্ছা
B
শর্তহীন আদেশ
C
কর্তব্যের জন্য কর্তব্য
D
সামাজিক চুক্তি
নৈতিকতা ও ইমানুয়েল কান্টের নীতিবিদ্যা
মূল তথ্য:
ইমানুয়েল কান্ট (Immanuel Kant):
জার্মান নীতিবিজ্ঞানী।
'কর্তব্যের জন্য কর্তব্য' ধারণার প্রবর্তক।
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি:
সৎ ইচ্ছা (Good Will)
কর্তব্যের জন্য কর্তব্য (Duty for Duty’s Sake)
শর্তহীন আদেশ (Categorical Imperative)
কর্তব্যমুখী নৈতিকতা (Deontological Ethics):
যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
ইমানুয়েল কান্টকে এই দর্শনের প্রবর্তক বলা হয়।
গুরুত্বপূর্ণ তথ্য:
সামাজিক চুক্তি (Social Contract) ইমানুয়েল কান্টের নীতিবিদ্যার মূলকথা নয়।
উৎস:
পৌরনীতি ও সুশাসন- প্রথম পত্র, HSC Programme, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago