এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কোন রিপোর্টে সুশাসনের সংজ্ঞা প্রদান করে?
A
Policy Paper
B
Governance: Sound Development Management
C
Governance: Policy Paper
D
Governance and Development
উত্তরের বিবরণ
১৯৯৫ সালে Asian Development Bank (ADB) তাদের ‘Governance: Sound Development Management’ শীর্ষক রিপোর্টে সুশাসন সম্পর্কে বিশদ আলোচনা করেছে।
-
ADB অনুযায়ী সুশাসনের মূল উপাদান চারটি:
১. জবাবদিহিতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. অংশগ্রহণ (Participation)
৪. ভবিষ্যৎবাণী (Predictability) -
অন্যান্য প্রেক্ষাপট:
-
১৯৯৯ সালে African Development Bank তাদের Policy Paper-এ সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে।
-
১৯৯২ সালে বিশ্বব্যাংক তাদের “Governance and Development” শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে।
-

0
Updated: 20 hours ago