নিম্নের কোনটি মূল্যবোধ গঠনের মাধ্যম নয়?
A
পরিবার
B
সভা
C
শিক্ষাপ্রতিষ্ঠান
D
সমাজ
উত্তরের বিবরণ
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, যা মানুষের ভিতরের নৈতিক গুণাবলী প্রকাশ করে। মানুষের আচরণ তার নৈতিক গুণাবলী বা মূল্যবোধের মাধ্যমে পরিচালিত হয়।
-
মানুষ পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে মূল্যবোধের শিক্ষা গ্রহণ করে।
-
মানুষের নৈতিক জীবন ও নৈতিকতার মূল ভিত্তি হলো পরিবার থেকে গড়ে ওঠা মূল্যবোধ।
-
জীবনের অধিকাংশ ক্ষেত্রে মানুষ যে নৈতিক মূল্যবোধ লালন ও অনুসরণ করে, তার উৎস মূলত পরিবার।
-
উল্লেখযোগ্য, সভা বা সমাবেশ মূল্যবোধ গঠনের মাধ্যম নয়।
0
Updated: 1 month ago
“সততার সাথে ভোট দান” কোন ধরনের কর্তব্য?
Created: 1 month ago
A
আইনগত কর্তব্য
B
সামাজিক কর্তব্য
C
রাজনৈতিক কর্তব্য
D
নৈতিক কর্তব্য
কর্তব্যের শ্রেণিবিভাগ
নাগরিকদের অধিকার ভোগের সঙ্গে যুক্ত যে দায়িত্বগুলো পালন করা হয়, তা কর্তব্য বলে। নাগরিকের কর্তব্যকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়:
-
নৈতিক কর্তব্য
-
নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভূত হয়।
-
উদাহরণ:
-
নিজেকে শিক্ষিত করা এবং সন্তানদের শিক্ষিত করা
-
সততার সঙ্গে ভোট প্রদান
-
রাষ্ট্রের সেবা করা
-
বিশ্বমানবতার সহায়তায় এগিয়ে আসা
-
-
যেহেতু এসব কর্তব্য নাগরিকদের বিবেক ও ন্যায়বোধ থেকে আসে, এগুলোকে নৈতিক কর্তব্য বলা হয়।
-
-
আইনগত কর্তব্য
-
রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলা হয়।
-
উদাহরণ:
-
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
-
আইন মেনে চলা
-
নিয়মিত কর প্রদান
-
-
এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত, এবং পালন না করলে শাস্তি দেওয়া হয়।
-
আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণ নিশ্চিত করতে অপরিহার্য।
-
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।
0
Updated: 1 month ago
জোনাথান হেইট (Jonathan Haidt) এর মতে কোনগুলো থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে?
Created: 1 month ago
A
মূল্যবোধ, ধর্ম এবং রীতিনীতি
B
ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ
C
ধর্ম, রীতিনীতি এবং সংস্কৃতি
D
সংস্কৃতি, ঐতিহ্য এবং রীতিনীতি
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি, যা মানুষকে সুকুমার বৃত্তি ও সদাচার অনুশীলনে প্রেরণা জোগায়। নৈতিকতা বা নীতিবোধ মানুষের হৃদয়-মন থেকে উৎসারিত, এবং এটি মানুষের ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত বোধ বা অনুভূতি থেকে বিকশিত হয়।
গুরুত্বপূর্ণ প্রামাণ্য সংজ্ঞা ও মতামত:
-
জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন, নৈতিকতার উদ্ভব হয়েছে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ থেকে।
-
Collins English Dictionary অনুযায়ী, নৈতিকতা হলো "human behaviour-এর সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে ভালো ও মন্দ এবং উচিত ও অনুচিত আচরণের পার্থক্য নির্ণয়ের বিষয়"।
-
Cambridge International Dictionary of English মতে, নৈতিকতা হলো ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত একটি গুণ, যা প্রত্যেক ব্যক্তি আইন বা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দেয়।
-
সক্রেটিস বলেন, "সৎ গুণই জ্ঞান" (Virtue is knowledge), অর্থাৎ জ্ঞানী ব্যক্তি অন্যায় করতে পারে না এবং ন্যায়বোধের উৎস হলো জ্ঞান।
0
Updated: 1 month ago
কোনটি পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
Created: 1 month ago
A
রাজতন্ত্র
B
মৌলিক গণতন্ত্র
C
আমলাতন্ত্র
D
সবগুলো
আমলাতন্ত্র হলো একটি স্থায়ী, বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন, যার মাধ্যমে সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ইংরেজিতে এটি Bureaucracy নামে পরিচিত এবং এর শাব্দিক অর্থ ‘Desk government’ বা ‘দাপ্তরিক সরকার’। আমলাতন্ত্র বলতে বোঝায় প্রশাসনিক কর্মকর্তা বা আমলাদের শাসন, যারা সুশৃঙ্খলভাবে সংযুক্ত ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
-
ইতিহাস ও ধারণা:
-
জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার প্রথম ‘Legal and Rational Model’ এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
-
ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক।
-
-
মূল্যবোধ ও ভারসাম্য:
-
আমলাগণ পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
-
একজন আমলার সিদ্ধান্ত ব্যক্তিগত মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় এবং পেশাগত মূল্যবোধ থেকেও প্রভাবিত হয়।
-
এই উভয় প্রকার মূল্যবোধের ভারসাম্য কেবলমাত্র আমলাতন্ত্রের মধ্যেই পরিলক্ষিত হয়।
-
0
Updated: 1 month ago