বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত কোনটি?
A
নৈতিকতা
B
মূল্যবোধ
C
সুশাসন
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন, যা ন্যায়নীতি অনুসারে উত্তম, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাষ্ট্র শাসন বোঝায়। অন্যভাবে, সুশাসন বলতে রাষ্ট্র ও সুশীল সমাজের, সরকার ও শাসিত জনগণের, শাসক ও শাসিতের সম্পর্ক বোঝায়। এটি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়সংগত ব্যবস্থা, যা আইনের শাসন নিশ্চিত করে এবং সরকারের উচ্চতর দক্ষতা হিসেবে বিবেচিত হয়।
-
সুশাসনের উদ্ভব ও ইতিহাস:
-
ল্যাটিন আমেরিকা ও আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতার ফলে ১৯৮৯ সালে বিশ্বব্যাংক সুশাসনের ধারণা উদ্ভব করে।
-
এটি পরিচিত হয় বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে।
-
১৯৮০-এর দশকের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাংক সুশাসনকে উন্নয়নের এজেন্ডা হিসেবে গ্রহণ করে।
-
সুশাসন সরকার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, যা উভয়ের জন্য লাভজনক হওয়ায় এটিকে ‘Win Win Game’ বলা হয়।
-
0
Updated: 1 month ago
'সুশাসন' ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত একটি ধারণা?
Created: 1 month ago
A
ইসলামী উন্নয়ন ব্যাংক
B
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
C
বিশ্ব ব্যাংক
D
ইউনেস্কো
বিশ্বব্যাংক ও সুশাসন
-
‘সুশাসন’ ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা।
-
১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করা হয়।
-
এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে, সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটেছে।
-
বিশ্বব্যাংক ও UNDP-এর মতে, সুশাসনের মাধ্যমেই একটি রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাসমূহ প্রকাশ করতে পারে এবং তাদের অধিকার ভোগ করতে পারে।
-
এছাড়াও একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে সে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয়।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে যে, ‘সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।’
-
২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংক কত সালে সর্বপ্রথম ‘সুশাসন' (Good Governance) প্রত্যয়টি ব্যবহার করে?
Created: 1 month ago
A
১৯৮৯ সালে
B
১৯৯০ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৯ সালে
বিশ্বব্যাংক ও সুশাসন (Good Governance)
-
উদ্ভাবন: 'সুশাসন' ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত।
-
প্রথম ব্যবহার: ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় ‘সুশাসন’ (Good Governance) শব্দটি প্রথম ব্যবহার করা হয়।
-
সংশ্লিষ্টতা: একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে টেকসই উন্নয়ন সম্ভব।
-
সংজ্ঞা (১৯৯৪): বিশ্বব্যাংক অনুযায়ী, “সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।”
-
সুশাসনের স্তম্ভ (২০০০): চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল:
১. দায়িত্বশীলতা
২. স্বচ্ছতা
৩. আইনি কাঠামো
৪. অংশগ্রহণ
0
Updated: 1 month ago
Shadow Pandemic কীসের সাথে জড়িত?
Created: 1 month ago
A
জলবায়ু পরিবর্তন
B
অর্থনৈতিক মন্দা
C
রাজনৈতিক অস্থিরতা
D
নারীর প্রতি সহিংসতা
Shadow Pandemic হলো নারীর প্রতি সহিংসতার সঙ্গে সম্পর্কিত একটি বৈশ্বিক সংকট। এটি মূলত COVID-19 মহামারির সময় নারীদের বিরুদ্ধে সহিংসতার আশঙ্কাজনক বৃদ্ধিকে বোঝায়। মহামারির কারণে নারীরা অনেকটাই ঘরবন্দি হয়ে পড়ায় তাদের নির্যাতনের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষ করে ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা যৌন ও শারীরিক নির্যাতনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
-
UN Women এই সংকটকে "Shadow Pandemic" নামে অভিহিত করেছেন।
-
মহামারির প্রেক্ষাপটে নারীদের নিরাপত্তাহীনতা ও সহিংসতার ঝুঁকি বেড়ে গেছে।
-
এটি শুধু একাধিক দেশে নয়, বরং বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতার একটি বড় মাত্রা হিসাবে বিবেচিত হচ্ছে।
0
Updated: 1 month ago